v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-13 11:40:47    
১৩ সেপ্টেম্বর

cri
    ১৩ সেপ্টেম্বর ১৯৫৯ চীনের প্রথম জাতীয় গেমস পেইচিংএ অনুষ্ঠিত হয়

     চীনের প্রথম জাতীয় গেমস ১৯৫৯ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ৩ অকটোবর পর্যন্ত পেইচিংএ অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রদেশ, শহর , স্বায়ত্তশাসিত অঞ্চল , গণ মুক্তি ফৌজ প্রভৃতি ৩০টিরও বেশী ইউনিটের ১০৬৫৮ জন লোক মোট ৩৬টি ইভেন্টের প্রতিযোগিতায় যোগ দেন। সেবারকার গেমসে সাত জন ক্রীড়াবিদ চারবার বিশ্ব রেকড ভংগ করেন।

    ১৩ সেপ্টেম্বর ১৯৮৬ চীন বিশ্ব নারী ভলিবলে টানা পঞ্চম শীরোপা লাভ করে

    ১৯৮৬ সালের ১৩ সেপ্টেম্বর দশম বিশ্ব নারী ভলিবল চ্যাম্পীয়নশীপে চীনের নারী ভলিবল দল চ্যাম্পীয়ন হয়। সে বার ছিল চীনের নারী ভলিবল দলের একটানা পঞ্চমবিশ্ব-শীরোপা।

    ১৩ সেপ্টেম্বর ১৯৯০ চীনের সবচেয়ে বড় সামুদ্রিক তেলখাতের উত্পাদন শুরু হয়।

    ১৯৯০ সালের ১৩ সেপ্টেম্বর চীনের প্রথম সামুদ্রিক তেলক্ষেত্রে উত্পাদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই সামুদ্রিক তেলক্ষেত্র চীনের দক্ষিণ সাগরে অবস্থিত। বছরে এই সামুদ্রিক তেলক্ষেত্রে১০ লক্ষ অশোধিত তেল উত্পাদন করা যায়। চীন, ইতালি , যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের কোম্পানিগুলোর সহযোগিতায় এই সামুদ্রিক তেলক্ষেত্র নির্মান করা হয়।

    ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ ফিলিস্তিন-ইস্রাইল শান্তি চুক্তি স্বাক্ষনিত হয়

    ১৯৯৩ সালের ৯ সেপ্টেম্বর ফিলিস্তিনের তত্কালীন প্রেসিডেন্ট, ফিলিস্তিন মুক্তি সংস্থার কার্যনির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ইয়াসির আরাফাত ইস্রাইলের প্রধান মন্ত্রী রবিনের সঙ্গে দু'জনের স্বাক্ষরযুক্ত চিঠি বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরস্পরকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।

    ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর বিশ্বের দৃষ্টি আকর্ষীফিলিস্তিন-ইস্রাইল শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত হয়। ইস্রাইলের তত্কালীন পররাষ্ট্র মন্ত্রীশিমন পেরেজ আর ফিলিস্তিন মুক্তি সংস্থার তখনকার কার্যনির্বাহকমিটির সদস্য আব্বাস যথাক্রমে ইস্রাইল আর ফিলিস্তিন মুক্তি সংস্থার পক্ষ থেকে নীতিগত ঘোষণাপত্রে সই করেন। মার্কিন প্রেসিডেন্ট ক্লিটন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাক্ষরদানের পর আরাফাত রবিনের সঙ্গে করর্মদন করেন। এটা থেকে প্রতিপন্ন হয় যে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ঐতিহাসিক ব্যুহ-ভেদী অগ্রগতিঅর্জিত হয়।

    ১৩ সেপ্টেম্বর ১৯৯৫ রাশিয়াস্থ মার্কিন দূতাবাস রকেট হামলার শিকার

    ১৯৯৫ সালের ১৩ সেপ্টেম্বর মস্কো সময় বিকাল সাড়া পাঁচটার কাছাকাছি সময়ে রাশিয়াস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস হঠাত রকেট হামলার শিকার হয়।

   ১৩ সেপ্টেম্বর ১৯৯৪ আন্তর্জাতিক জনসংখ্যা সম্মেলনে আ্যকশন পরিকল্পনা গৃহীত হয়

    ১৯৯৪ সালের ১৩ সেপ্টেম্বর ৯ দিনব্যাপী জাতি সংঘ আন্তর্জাতিক জনসংখ্যা আর উন্নয়ন সম্মেলন সমাপ্ত হয়।সম্মেলনে অংশ গ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে আলোচনা আর মত বিনিময়ের পর সম্মেলনে ১৯৯৪ সালের আন্তর্জাতিক জনসংখ্যা আর উন্নয়ন সম্মেলনের আ্যকশন পরিকল্পনা গৃহীত হয়।

সম্মেলনে গৃহীত এই আ্যকশন পরিকল্পনায় পরর্বতী বিশ বছরে বিশ্বের লোকসংখ্যা উন্নয়নের রণনৈতিক লক্ষ্য নির্ধারন করা হয়।