পিপলস ডেইলি পত্রিকার ১৩তারিখের খবরে জানা গেছে, চীন বিশ্বের বৃহত্তম ফুল উত্পাদন ঘাঁটি হয়েছে। ২০০৪ সাল পর্যন্ত চীনের ফুল চাষ আয়তন ছয় লক্ষ ৩০ হাজার হেকটর হয়েছে। ফুল শিল্পের উত্পাদন মূল্য ৪৩ বিলিয়ন রেন মিনবি হয়েছে।
জানা গেছে, চীনের ফুল শিল্পের উন্নয়নের প্রধান সুবিধা হচ্ছে প্রাচূর্যময় বৃক্ষসম্পদ, বৈচিত্র্যময় আবহাওয়া ইত্যাদি। ভবিষ্যতে চীনের ফুল শিল্প সংখ্যাগত সম্প্রসারণ থেকে গুণগত উন্নয়নের দিকে বিকশিত হবে। এতে ফুলের রপ্তানি বাণিজ্য ত্বরান্বিত হবে।
|