জাপানের প্রতিনিধি পরিষদের নির্বাচনের ফলাফল ১২ সেপ্টেম্বর ভোরে প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির এলডিপি ২৯৬টি আসন পেয়েছে। এটি হলো গত ১৫ বছরে এলডিপি প্রথমবারের মতো অর্ধকের বেশি আসন পাওয়ার নজীর।
জাপানের প্রধান বিরোধী দল-জাপানের গণতান্ত্রিক পার্টি ১১৩টি আসন পেয়েছে, যা গতবারের তুলনায় ৬৪টি কম। এ পার্টির প্রতিনিধি কাতসুয়া দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন।
এলডিপি নির্বাচনে জয়ী হওয়ার পর এই পার্টির নেতা, প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি বলেছেন, এ নির্বাচনে এলডিপির এ সাফল্য থেকে প্রমাণিত হয়েছে যে, ভোটাররা তাঁর সংস্কার কার্যক্রমকে সমর্থন করেছেন।
জানা গেছে, জুনিচিরো কোইজুমি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একটি বিশেষ জাতীয় পরিষদের সম্মেলনে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।এরপর তিনি তৃতীয় মন্ত্রিসভা গঠন করবেন।
|