সম্প্রতি হানচৌ শহরে অনুষ্ঠিত এক কর্মসম্মেলনে পাওয়া খবরে জানা গেছে , বিশাধিক বছরের দ্রুত বিকাশের পর গবাদি পশু পালন ইতিমধ্যে চীনের গ্রামীন অর্থনীতির স্তম্ভে ও কৃষকদের উপার্জনের এক প্রধান মাধ্যমে পরিণত হয়েছে ।
জানা গেছে , চীনের গবাদি পশু পালনের কাজ ইতিমধ্যে ঐতিহ্যিক শিল্প থেকে আধুনিক শিল্পে রূপান্তরের গুরুত্বপূর্ণ সময়পর্বে প্রবেশ করেছে । গবাদি পশু পালন এলাকার বিন্যাস দিনদিন যুক্তিযুক্ত হয়েছে , এর আকারায়ণ ও শিল্পায়ণের মানও স্পষ্টভাবে উন্নত হয়েছে । গবাদি পশু পালনের বিকাশের সঙ্গে সঙ্গে কৃষকদের আয়ও বেড়েছে ।
গত বছরে চীনের গবাদি পশু পালনের মোট উত্পাদনমূল্য প্রথমবারের মতো দশ হাজার বিলিয়ন রেন মিনপি ছাড়িয়েছে । এই পরিমান কৃষির মোট উত্পাদনমূল্যের ৩০ শতাংশ ।
|