জাতি সংঘ সাধারণ পরিষদের ৫৯ তম অধিবেশনের কেন্দ্রীয় গ্রুপের কর্ম গ্রুপের দীর্ঘকালীন বৈঠক ১১ সেপ্টেম্বর রাতে শেষ হয়েছে ।১৪ সেপ্টেম্বর জাতিসংঘের শীর্ষ সম্মেলনে যে সাফল্য বিষয়ক খসড়া দলিল গৃহীত হবে কর্ম গ্রুপের দীর্ঘকালীন বৈঠকে তার কোনো কোনো বিষয়ে কিছুটা অগ্রগতি অর্জিত হয়েছে
জানা গেছে , কর্ম গ্রুপ যেভাবে উন্নয়নখাতে সরকারী সাহায্য এবং ঋণ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেতা মার্কিন যুক্তরাষ্ট্র ও উন্নয়নশীল দেশের পক্ষে গ্রহণযোগ্য হয়েছে । পরিবেশ সংরক্ষণের দায়-দায়িত্ব সম্পর্কে বিভিন্ন পক্ষে মোটামুটি এক মত হয়েছে । বিভিন্ন পক্ষ খসড়া দলিলের জন্য সন্ত্রাসবাদের রাজনৈতিক সংজ্ঞা স্থির না করার ব্যাপারেও একমত হয়েছে । কিন্তু নিরস্ত্রীকরণ , মানবাধিকার পরিষদ , নির্মাণ ও শান্তি কমিটি এবং জাতি সংঘের সচিবালয়ের ব্যবস্থাপনার সংস্কার প্রভৃতি বিষয়ে কোনো অগ্রগতি অর্জিত হয় নি ।
|