v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-12 16:03:57    
০৫--১২ সেপ্টেম্বর, ২০০৫

cri
চীনের বস্ত্রপণ্য ইউরোপের বন্দরে আটকে থাকার সমস্যা সমাধানে চীন এবং ই ইউ'র ঐকমত্য

চীনের বাণিজ্য মন্ত্রী বো শিলাই আর ই ইউ'র বাণিজ্য বিষয়ক সদস্য পিটার ম্যান্ডেলসনের মধ্যে ৫ সেপ্টেম্বর রাতে পেইচিংয়ে স্বাক্ষরিত একটি দলিলে চীনের বস্ত্রপণ্য ই ইউ'র শুল্ক বিভাগে আটকে থাকার সমস্যা সমাধানে ঐকমত্য হয়েছে।

বো শিলাই বলেছেন, দলিলে ই ইউ প্রতিশ্রুতি দিয়েছে, যে আট কোটিরও বেশি চীনা বস্ত্রপণ্য কোটা না থাকায় ই ইউ'র বিভিন্ন বন্দরে আটকে রয়েছে ই ইউ সেগুলোকে প্রবেশাধিকার দেবে। চীন ও ই ইউ এই বছরের কোটা বাড়ানো, আগামী বছরের কোটা ধার করা এবং অন্য শ্রেণীবিভাজন বস্ত্রপণ্যের কোটা ব্যবহার করা প্রভৃতি উপায়ে বস্ত্রপণ্য সংকটের সমাধান করেছে।

ইউরোপীয় সংসদে স্বাধীন গণতান্ত্রিক পার্টির সংসদীয় দল এবং জার্মানীর অন্যতম বৈদেশিক বাণিজ্য সংস্থা ৫ সেপ্টেম্বর আলাদা আলাদাভাবে একই দিনে ই ইউর শুল্ক বিভাগে আটকে থাকা চীনা বস্ত্রপণ্যসমস্যার সমাধানে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়েছে।

২২তম বিশ্ব আইন সম্মেলন সমাপ্ত

বিশ্ব আইনবিদ সমিতির উদ্যোগে আয়োজিত ২২তম বিশ্ব আইন সম্মেলন ৫ সেপ্টেম্বর থেকে চীনের পেইচিং আর শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। সারা বিশ্বের ষাটের বেশি দেশ আর অঞ্চল থেকে আসা আইন মহলের ১৫০০ জনের বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।

২২তম বিশ্ব আইন সম্মেলন ৯ সেপ্টেম্বর চীনের শাংহাইয়ে শেষ হয়েছে। সম্মেলনে গৃহীত "শাংহাই ঘোষণা" মনে করে, আইন অনুসারে প্রশাসনের মাধ্যমে আন্তর্জাতিক সুষম সমাজ গঠন করা বিশ্বের বিভিন্ন দেশের জনগণের শান্তি , উন্নয়ন আর সহযোগিতার অভিন্ন অভিলাষের সঙ্গে সংগতিপূর্ণ।

সম্মেলন মনে করে, সব দেশের উচিত সংলাপ আর বিনিময়ের মাধ্যমে সমতা এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পৃথিবীর সভ্যতার রকমারিতাকে সম্মান আর ভালভাবে রক্ষা করা। সম্মেলনটি সকল দেশের প্রতি মানবাধিকারকে সম্মান এবং নিশ্চিত করা, আন্তর্জাতিক আইন অনুসরণ করা এবং নিরন্তরভাবে দ্বিপাক্ষিক আর বহুপাক্ষিক পারস্পরিক আস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে।

এখন থেকে রেনমিনপির বিনিময় হার প্রশাসনিক প্রভাবমুক্ত

চীনের কেন্দ্রীয় ব্যাঙ্ক--- চীনা গণ ব্যাঙ্কের সহকারী গভর্ণর মা দে লুন ৯ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত ২০০৫ সালের চীনের শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ সম্মেলনে বলেছেন, চীনে রেনমিনপির ভাসমান বিনিময় হারের পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এখন থেকে রেনমিনপির বিনিময় হার সুবিন্যস্ত করার ক্ষেত্রে প্রশাসনের উপর নির্ভর করতে হবে না।

চলতি বছরের ২১ জুলাই চীনের কেন্দ্রীয় ব্যাঙ্ক চীনের বাজারের চাহিদার ভিত্তিতে এক প্যাকেজ মুদ্রা বিবেচনা করে ভাসমান বিনিময় হার পরিচালনা ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করে। মা দে লুন বলেছেন, এবার রেনমিনপির বিনিময় হার ব্যবস্থার সংস্কার হচ্ছে চীনের বিনিময় হারের আমূল পরিবর্তন , কেবল রেনমিনপির বিনিময় হারের উঠানামা নয়।

চীনের বহু রকম কৃষি পণ্যের উত্পাদন পরিমাণ বিশ্বের শীর্ষে

চীনের কৃষি মন্ত্রী দু ছিং লিন ৯ তারিখে পেইচিংয়ে বলেছেন , বর্তমানে চীনের খাদ্য , তুলো , তেল , সবজি , ফল প্রভৃতি কৃষি পণ্যের উত্পাদন পরিমাণ বিশ্বের শীর্ষে রয়েছে ।

একই দিন উদ্বোধন হওয়া একবিংশ শতাব্দির কৃষি ও গ্রামাঞ্চলের উন্নয়ন শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন , চীন সরকার বরাবরই খাদ্য আর কৃষি উত্পাদন বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে আসছে । গত বছর চীনের খাদ্য উত্পাদন পরিমাণ ৫০ কোটি টনে দাঁড়িয়েছে । পরিসংখ্যান অনুযায়ী , ১৯৭৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বিশ্বের প্রধান প্রধান কৃষি পণ্যের বৃদ্ধির ২০ শতাংশেরও বেশি চীন থেকে এসেছে ।

গালিলিও পরিকল্পনা সম্পর্কে ই-ইউ-ভারত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

ইউরোপীয় কমিশন ৭ সেপ্টেম্বর ঘোষণা করেছে , ই-ইউ ও ভারত একইদিন ভারতের রাজধানী নয়াদিল্লীতে "গালিলিও পরিকল্পনা" বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । এর ফলে এই পরিকল্পনায় ই-ইউর সহযোগী ৪টিতে দাঁড়ালো ।

এই চুক্তি অনুযায়ী ভারত "গালিলিও পরিকল্পনার" উন্নয়নে অংশগ্রহণ করবে , ই-ইউ ভারতে ন্যাভিগেশন ব্যবস্থার ব্যবহার নিশ্চিত করবে এবং ভারতকে গালিলিও পরিকল্পনার আঞ্চলিক ব্যবস্থার উন্নয়নে সাহায্য করবে ।

একই দিন নয়াদিল্লীতে অনুষ্ঠিত ষষ্ঠ ভারত-ই ইউ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ই-ইউর পালাক্রমিক সভাপতি-রাষ্ট্র ব্রিটেনের প্রধানমন্ত্রী টনী ব্লেয়ার বলেছেন , সন্ত্রাস দমনে দু'দেশের সহযোগিতা জোরদার হবে ।

ভারত ইরানের পারমাণবিক ইস্যু নিরাপত্তা পরিষদে অর্পণের বিরোধীঃ যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যাপারাদির দায়িত্ব-প্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস ৮ তারিখে কংগ্রেসের একটি শুনানীতে বলেছেন, ভারত যে ইরানের পারমাণবিক সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদে অর্পনের বিরোধিতা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাতে উদ্বিগ্ন।

বার্নস বলেছেন, মার্কিন সরকার ভারতের সরকারের কাছে তার উদ্বেগ জানিয়ে দিয়েছে। আগামী সপ্তাহে জাতি সংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী রাইস এই ব্যাপার নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

পাক প্রধানমন্ত্রীঃ পাকিস্তান ইস্রাইলকে স্বীকৃতি দেয়নি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শত্তকত আজিজ ৭ তারিখে আরেক বার ঘোষণা করেছেন, পাকিস্তান স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার আগে ইস্রাইলকে স্বীকৃতি দেবে না।

৭ তারিখে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজ ৭ তারিখে আলাদা আলাদাভাবে জর্ডান , সিরিয়া, মিসর ইত্যাদি দেশের প্রধানমন্ত্রী এবং আরব লীগের মহাসচিবের কাছে বাণী পাঠিয়েছেন।তিনি তাঁদের কাছে গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও ইস্রাইলের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সাক্ষাতের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, এবারকার সাক্ষাতের অর্থ ইস্রাইলকে পাকিস্তানের স্বীকৃতি দেয়া নয়। সাক্ষাত্ করার লক্ষ্য হলো ইস্রাইলের কাছে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে তাগিদ দেয়া।

ভারত ও পাকিস্তান পরস্পরের কারাবন্দী মুক্তি দেবে

পাকিস্তান সরকার ১০ সেপ্টেম্বর বলেছে, আগামী সপ্তাহে পাকিস্তান ৪৩৫জন ভারতীয় বন্দীকে মুক্তি দেবে।

জানা গেছে, যে সব ভারতীয় বন্দী মুক্তি পাবেন তাদের মধ্যে রয়েছে ৩৭১জন জেলে। অবৈধভাবে পাকিস্তানের সাগরের জলসীমায় ঢোকার জন্য তাদের বন্দী করা হয়।

এর আগে, ভারত ১২ সেপ্টেম্বর ১৫২জন পাকিস্তানী বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে।

জানা গেছে, বন্দী মুক্তি কার্যক্রম দু'দেশের সীমান্ত অঞ্চলে অনুষ্ঠিত হবে।

উত্তর ভারতে জাপানী ব্রেন ফিভারে সাড়ে ৪ শো জন মারা গেছে

ভারতের উত্তর প্রদেশের স্বাস্থ্য দফতরের একজন কর্মকর্তা ৫ সেপ্টেম্বর বলেছেন , এই প্রদেশে জাপানী ব্রেন ফিভারে প্রকোপে সাড়ে ৪ শো জন মারা গেছে । এর মধ্যে বেশির ভাগই শিশু ।

এই কর্মকর্তা বলেছেন , এই রোগের প্রকোপ এখনো বিস্তৃত হচ্ছে ।

এই প্রদেশের ৭৫ লক্ষ ১৫ বছরেরও কম বয়সী কিশোর-কিশোরীকে টিকা দেয়ার জন্য উত্তর প্রদেশের সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে টিকা সাহায্য দেয়ার আবেদন জানিয়েছে । কিন্তু এ পর্যন্ত শুধু ২ লক্ষটি টিকা উত্তর প্রদেশে পাঠানো হয়েছে । এটা চাহিদার চেয়ে অনেক কম ।

শ্রীলংকার সরকারের সঙ্গে কোলোম্বো আন্তর্জাতিক বিমান বন্দরে বৈঠক করতে তামিল টাইগার সংস্থা অস্বীকার করে

শ্রীলংকা সরকার ৭ সেপ্টেম্বর বলেছে যে, তারা নরওয়ের প্রস্তাবে সাড়া দিয়ে তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সঙ্গে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তি চুক্তি পালন ইত্যাদি সমস্যা নিয়ে শান্তি বৈঠক করবে।

কিন্তু শ্রীলংকার তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থা৮ সেপ্টেম্বর নরওয়ের দাখিলকৃত কোলোম্বো আন্তর্জাতিক বিমান বন্দরে শ্রীলংকার সরকারের সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তাবকে নাকচ করেছে।

এল টি টি ই'র ওয়েব-সাইটের খবরে প্রকাশ, এই সংস্থার নেতা এস.পি.থামিলসেলভান ৮ সেপ্টেম্বর নরওয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, কোলোম্ব আন্তর্জাতিক বিমান বন্দর গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপ চালানোর একটি জায়গা নয়। তিনি মনে করেন, দু'পক্ষের উচিত একটি আরামদায়ক জায়গায় বৈঠক করা। কিন্তু কোলোম্ব আন্তর্জাতিক বিমান বন্দরে আরাম দায়ক ব্যবস্থা নেই।

দ্বিতীয়বিশ্বস্পীকার সম্মেলন নিউইয়র্কে সমাপ্ত

দ্বিতীয় বিশ্ব স্পীকার সম্মেলন ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সমাপ্ত হয়েছে । সম্মেলনে গৃহীত ঘোষণায় বিভিন্ন দেশের সংসদের উদ্দেশ্যে জাতিসংঘের সঙ্গে কৌশলগতঅংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করার এবং পৃথিবীজোড়া চ্যালেন্জের মোকাবেলায় আরও বড় ভূমিকা পালন করার আহবান জানানো হয়েছে ।

" বিভিন্ন দেশের সংসদ যাতে আরও বড় ভূমিকা পালন করতে পারে তার জন্যে আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রের ব্যবধান কমিয়ে দাও " শিরোনামে ঘোষনাটিতে উল্লেখ করা হয়েছে যে .জাতিসংঘ এখনো গোটা বিশ্বের সহযোগিতার ভিত্তি । তাই বিভিন্ন দেশকে সর্বশক্তি নিয়ে জাতিসংঘের আওতায় অভিন্ন তত্পরতা চালিয়ে কার্যকরভাবে বর্তমান বিশ্বের হুমকী দূর করতে হবে । ঘোষণাটিতে জাতিসংঘ মহাসচিবকে বর্তমানের সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করতেও উত্সাহ দেয়া হয়েছে ।

আনান "তেলের বিনিময়ে খাদ্য"কর্মসূচীতে ভুল-ক্রটির জন্য পদ ত্যাগ করবেন না

জাতি সংঘ মহাসচিব কফি আনান ৭ তারিখে বলেছেন, যদিও "তেলের বিনিময়ে খাদ্য" কেলেংকারী সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিটি মনে করে যে তিনি এই কর্মসূচীর বাস্তবায়ন প্রক্রিয়ায় ভুল-ক্রটি করেছেন, তবু তিনি তার জন্য পদ ত্যাগ করবেন না।

একইদিনে কফি আনান "তেলের বিনিময়ে খাদ্য" কেলেংকারী সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিটির দায়িত্বশীল ব্যক্তি পল ভলকার-এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট শুনার পর সংবাদ মাধ্যমকে বলেছেন, জাতি সংঘের প্রধান প্রশাসনিক পরিচালক হিসেবে, তিনি রিপোর্টে উল্লেখিত জাতি সংঘের সমস্যার বিষয়ে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি কোনো ব্যক্তি বিশেষের জন্য পদ ত্যাগ করতে অনিচ্ছুক। এর সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন দেশের প্রতি এই রিপোর্ট গবেষণা করা এবং তার মধ্য থেকে কিছু শেখার আহ্বান জানিয়েছেন।

এপেকের দ্বাদশ অর্থ মন্ত্রী অধিবেশন সমাপ্ত

এপেকের দ্বাদশ অর্থ মন্ত্রী অধিবেশন দক্ষিণ কোরিয়ার ছেজুতে শেষ হয়েছে । অধিবেশনে পুঁজির অবাধ ও স্থিতিশীল প্রবাহ আর প্রবীণদের সংখ্যা বেড়ে যাওয়ার সমস্যা মোকাবিলা করার ব্যাপারে যুক্ত বিবৃতি আর ছেজু বিবৃতি গৃহিত হয়েছে ।

যুক্ত বিবৃতিতে এপেকের সদস্যদের উদ্দেশ্যে দোহা দফা আর্থিক পরিসেবা বৈঠকের সুফল যত তাড়াতাড়ি সম্ভব অর্জনের তাগিদ দেয়া হয়েছে ।

এবারকার অধিবেশনে এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবীনদের সংখ্যা বেড়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত ছেজু বিবৃতিও প্রকাশিত হয়েছে

গাজা থেকে সামরিক সরঞ্জাম প্রত্যাহার শেষ

ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনী ৯ সেপ্টেম্বর গাজা থেকে সমস্ত সামরিক সরঞ্জাম প্রত্যাহারের কাজ শেষ করেছে।

গাজায় পরিচালনা ভবন ছাড়া ইস্রাইলি বাহিনী সামরিক ভবনগুলো ধ্বংস করেছে এবং তারা এই পরিচালনা ভবন ফিলিস্তিনের কাছে হস্তান্তর করবে। তাছাড়া ইস্রাইল আগামী সপ্তাহের মধ্যে গাজা থেকে সকল সৈন্য প্রত্যাহার করবে।

একই সঙ্গে ইস্রাইল, ফিলিস্তিন ও মিশর তিন পক্ষের নিরাপত্তা বাহিনী নিয়ে প্রতিষ্ঠিত যৌথ পরিচালনা কেন্দ্র ৯ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেছে, যাতে গাজা অঞ্চলের সীমান্ত নিরাপত্তা সমস্যা সমাধান করা যায়।

হুসনি মুবারাক আবার মিশরের প্রেসিডেণ্ট নির্বাচিত

মিশরের প্রেসিডেণ্ট নির্বাচনের সর্বোচ্চ কমিটি ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেসিডেণ্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে। ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী, বর্তমান প্রেসিডেণ্ট হুসনি মুবারাক আবার প্রেসিডেণ্ট নির্বাচিত হয়েছেন।

মিশরের সর্বোচ্চ আদালতের মহাপরিচালক, সর্বোচ্চ প্রেসিডেণ্ট নির্বাচনী কমিটির চেয়ারম্যান মামদৌহ মারেই কায়রোয় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, মুবারাক ৮৮ শতাংশেরও বেশী ভোট পেয়ে আবার প্রেসিডেণ্ট হয়েছেন।

মিশরের ইতিহাসে প্রথমবারের মতো বেশ কয়েকজন প্রেসিডেণ্ট প্রার্থীর অংশগ্রহণে এবারকার প্রেসিডেণ্ট নির্বাচন ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ১০ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মিশরে ৩.২ কোটি ভোটারের মধ্যে ২৩ শতাংশ লোক ভোট দিয়েছে।