চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ১১ সেপ্টেম্বর মেক্সিকো শহরে পৌঁছে মেক্সিকোয় তাঁর রাষ্ট্রীয় সফর শুরু করেছেন।
পৌঁছার পর হু চিনথাও বিমানবন্দরে দেয়া লিখিত বক্তৃতায় বলেছেন, চীন ও মেক্সিকো দু'টি উন্নয়নমুখী বড় দেশ আর্থ-সামাজিক উন্নয়ন সাধনের অভিন্ন কর্তব্যের সম্মুখীন। দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবার পর, উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সাফল্য অর্জন করেছে। মেক্সিকো ল্যাটিন অ্যামেরিকান অঞ্চলে চীনের গুরুত্বপূর্ণ সহযোগী বন্ধু হয়েছে। দু'দেশের রণনৈতিক অংশীদারি সম্পর্ক আরও গভীর ও পরিপূর্ণ করা দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের অনুকুল।
তিনি আশা করেন, এবারকার সফর দু'দেশের জনগণের মৈত্রী আরও বাড়াবে এবং দু'দেশের রণনৈতিক অংশীদার সম্পর্কের সর্বমুখী উন্নয়ন ত্বরান্বিত করবে।
|