১২ সেপ্টেম্বর ১৯১৭ রাশিয়ার বিদ্রোহী নেতা কোরনিলোফ গ্রেফতার
রাশিয়ার জার শাসন উত্খাত হওয়ার পর বুর্জোয়াশ্রেণীর অস্থায়ী সরকার রাষ্ট্রের ক্ষমতা হাতে নেয়। ১৯১৭ সালের জুলাই মাসে বিপ্লবী জনসাধারণকে নিষ্ঠুরভাবে দমন করার পর, লোহা আর রক্ত দিয়ে শৃংখলা প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। রাশিয়ার নব-নিযুক্ত সর্বোচ্চ সেনাপতি কোরনিলোফযুক্তরাষ্ট্র, ব্রিটেন আর ফ্রান্স ইত্যাদি চুক্তি বদ্ধ সম্রাজ্যবাদীদের সমর্থনে ১৯১৭ সালের ৭ সেপ্টেম্বর অভ্যুত্থান পরিচালনা করেন। কিন্তু তাঁর নেতৃত্বাধীন অভ্যুত্থান ১৯১৭ সালের ১২ সেপ্টেম্বর দমন করা হয়। কোরনিলোফ গ্রেফতার হন।
১২ সেপ্টেম্বর ১৯৭৪ ইথিওপিয়ার বিপ্লব দানা বাঁধে
১৯৭৪ সালের ১২ সেপ্টেম্বর ইথিওপিয়ায় জাতীয় গণতান্ত্রিক বিপ্লবদানা বাঁধে। ১৯৪১ সালে ইতালির বিরুদ্ধে দেশ রক্ষার যুদ্ধে জয় লাভ করার পর ইথিওপিয়া বরাবরই উচ্চ পর্যায়ের সন্যাসিদের শাসিত একটি দেশ ছিল। সত্তরের দশকের প্রথম দিকে সমাজ সার্বিক সংর্ঘষে নিমজ্জিতহয়।
১৯৭৪ সালের জানুয়ারী মাসে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্তরের জনসাধারণের আন্দোলন ফেনিয়ে ওঠে। এই সরকার-বিরোধী আন্দোলনে ভূমির ভাগাভাগি এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী জানানো হয়। ১২ সেপ্টেম্বর ইথিওপিয়ার সামরিক প্রশাসন ইথিওপিয়াকে সমাজতান্ত্রিকদেশ বলে ঘোষণা করে। তা ছাড়া সামরিক প্রশাসন পুরাতন ট্রেডইনিয়ন ভেঙ্গে দিয়ে নিখিল ইখিওপিয়া ট্রেডইনিয়ন আর নিখিন কৃষক সমিতি প্রতিষ্ঠার কথা ঘোষণা করে।
১২ সেপ্টেম্বর ১৯৮৯ পৌল্যান্ডের সংহতি ট্রেডইনিয়নের মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হয়
১৯৮৯ সালের ১২ সেপ্টেম্বর পৌল্যান্ডের সংসদ সংহতি ট্রেডইনিয়নের নেতা মাচোভিয়েসজ পৌল্যান্ডের প্রধান মন্ত্রী নিযুক্ত হন। তখন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে পৌল্যান্ড ছিল প্রথম অ-কমিউনিষ্ট সদস্যদের নিয়ে গঠিত সরকার।
১২ সেপ্টেম্বর ১৯৯০ দ্বিতীয় এশিয়া-ইউরোপ সংযোগকারী সেতুর নির্মান কাজ সম্পন্ন
১৯৯০ সালের ১২ সেপ্টেম্বর চীনের ল্যানযো-শিংচিয়াং রেলপথের পশ্চিম অংশ এবং সোভিয়েত ইউনিয়নের টুসি রেলপথ চীন-সোভিয়েত ইউনিয়ন সীমান্তের শিংচিয়াং আলাসেন রেলওয়ে স্টেশন আর সোভিয়েত ইউনিয়নের লুরেপা স্টেশন সাফল্যজনকভাবে সংযুক্ত হয়। যার ফলে বিশ্বের দৃষ্টি আকর্ষন-কারী দ্বিতীয় এশিয়া-ইউরোপ স্থল সেতু সম্পূর্ণভাবে সম্পন্ন হয়।
১২ সেপ্টেম্বর ১৯৯০ জার্মানী সমস্যার চূড়ান্ত সমাধানের চুক্তি স্বাক্ষরিত
১৯৯০ সালের ১২ সেপ্টেম্বর মসকোয় যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন আর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে জার্মানী সমস্যার চূড়ান্ত সমাধান বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৮৯ সালে গণতান্ত্রিক জার্মানীর পরিস্থিতি রাতারাতি পরিবর্তিত হয়। তাই জার্মানীর একীকরণ বিষয় শীঘ্রই আলোচ্য বিষয়ে পরিণত হয়। ১৯৯০ সালের মে মাস থেকে উল্লেখিত চারটি দেশের পররাষ্ট্র মন্ত্রী আর পূর্ব আর পশ্চিম জার্মানীর পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে এই বিষয় নিয়ে বারংবার আলোচনা হয়।
১২ সেপ্টেম্বর ১৯৯৭ চীনের কমিউনিষ্ট পাটির পঞ্চদশঅধিবেশন অনুষ্ঠিত হয়
১৯৯৭ সালের ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের কমিউনিষ্ট পাটির পঞ্চদশঅধিবেশন পেইচিংএ অনুষ্ঠিত হয়।
১২ সেপ্টেম্বর ১৯৯৭ চীন আবার ৫ লক্ষ সৈন্য কমানোর কথা ঘোষণা করে
চীনের কমিউনিষ্ট পাটির ১৫তম অধিবেশনে সাধারন সম্পাদক চিয়াং ছে মিনের প্রদত্ত একটি ভাষণে বলা হয় , আশির দশকে ১০ লক্ষ সৈন্য কমানোর ভিত্তিতে পরর্বতী তিন বছরের মধ্য আবার ৫ লক্ষ সৈন্য কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১২ সেপ্টেম্বর ১৯৮৬ জাতি সংঘের বাণিজ্য উন্নয়ন অধিবেশনে স্বল্পোন্নত দেশগুলোর ঋণ মওকুফ করার দাবী জানানো হয়
|