১০ সেপ্টেম্বর থেকে চীনের ভাইস প্রেসেডেন্ট চেং ছিং হংয়ের তিনদিনব্যাপী হংকং সফর শুরু হয়েছে ।১১ সেপ্টেম্বর প্রকাশিত হংকংয়ের সংবাদ পত্রিকার ভাষ্যে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ও ' একদেশ দুই সমাজ ' প্রতি হংকংবাসীদের আস্থা আরো গভীর হয়েছে।
হংকংয়ের ' ওয়েন হুই ' পত্রিকার একটি ভাষ্যে বলা হয়েছে , হংকংয়ের নানা জায়গায় ভাইস প্রেসেডেন্টের সফর দেখে বোঝা যায় যে , কেন্দ্রীয় সরকার হংকংকে পূর্ণ সমর্থন করছে । এটা মূল ভূভাগের সঙ্গে হংকংয়ের সহযোগিতা বাড়ানো, হংকংয়ের অর্থনৈতিক বিকাশ ও সুষম সমাজ ত্বরান্বিত করা ,এবং হংকংয়ের স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষার উপর ইতিবাচক প্রভাব বিস্তার করবে ।
এই ভাষ্যে আরো বলেছে , হংকংয়ের দুর্দিনে কেন্দ্রীয় সরকার যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তা সার্থকভাবে দুরবস্থা থেকে মুক্তি পেতে এবং অর্থনীতির পুনর্জাগরণ ঘটাতে হংকংকে সাহায্য করেছে ।
|