চীনা সংবাদ সংস্থা ও উ হান শহরের গণ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বিশ্ব চীনা ভাষার সংবাদমাধ্যম ফোরাম ১১ সেপ্টেম্বর উ হান শহরে শুরু হয়েছে । বিদেশে প্রভাবশালী চীনা ভাষার সংবাদমাধ্যমের কর্মকর্তা , চীনা ভাষার সংবাদমাধ্যমের প্রবীণ গবেষক এবং চীনের খ্যাতনামা সংবাদমাধ্যমের কর্মকর্তা সহ প্রায় ৬০০ জন প্রতিনিধি এই ফোরামে অংশ নিচ্ছেন ।
পৃথিবীতে চীনকে জানার ব্যাপক আগ্রহ সৃষ্টি হওয়ায় চীনের খ্যাতনামা সংবাদমাধ্যমের নতুন ভূমিকাই তিনদিনব্যাপী এই ফোরামের প্রধান আলোচ্য বিষয় । প্রতিনিধিরা চীন সম্বন্ধে সত্যনিষ্ঠ আর নির্ভুল খবরাখবর পরিবেশন নিয়ে গভীরভাবে আলোচনা করছেন ।
জানা গেছে , যে সব বিষয়ের উপরে বিদেশে অবস্থান চীনা প্রবাসী এবং মূল ভূভাগের জনগণের দৃষ্টি রাখছেন সেই সব বিষয়ের উপর চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয় সহ চীন সরকারের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা বিশেষ ভাষণ দেবেন ।
|