 ক্যানাডা সফররত চীনের প্রেসিডেন্ট হু জিন থাও ১০ সেপ্টেম্বর ক্যানাডার ওনটারিও প্রদেশের রাজধানী টরোন্টোয় ওনটারিও প্রদেশের গভর্নর মুগুইনটির সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
প্রেসিডেন্ট হু জিন থাও সাক্ষাত্কারে বলেছেন , তিনি আশা করেন , দুপক্ষ মিলিত প্রচেষ্টায় অনবরত দুদেশের আদানপ্রদান ও সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মুক্ত করবে । দ্বিপাক্ষিক সহযোগিতায় অবদান রাখার জন্য ওনটারিও প্রদেশের আরো বেশী শিল্পপতি চীনে পুঁজি বিনিয়োগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন ।
প্রথম চীন-ক্যানাডা অর্থনৈতিক আর বাণিজ্যিক সহযোগিতা ফোরামে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট হু জিন থাও দুদদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করে বলেছেন , দুদেশের অর্থনৈতিক আর বাণিজ্যিক সহযোগিতার বিরাট সম্ভাবনা আছে ।
একই দিন ক্যানাডার সাবেক প্রধান মন্ত্রী জন ক্রেটিয়েনের সঙ্গে সাক্ষাত্কারে প্রেসিডেন্ট হু জিন থাও অতীতে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্প্রসারণে ক্রেটিয়েনের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেছেন । ক্রেটিয়েন তাঁর প্রভাব বিস্তার করে চীন- ক্যানাডা সম্পর্ক উন্নয়নে প্রাণ সঞ্চার করবেন বলে হু জিন থাও আশা প্রকাশ করেছেন ।
|