১১ সেপ্টেম্বর চীনের জাতীয় পর্যটন ব্যুরোর সূত্রে জানা গেছে, এই বছরের প্রথম সাত মাসে চীনে বিদেশী পর্যটকের সংখ্যা ৬ কোটি ৯০ লাখের বেশি, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ১৩ শতাংশ বেশি। পর্যটন ক্ষেত্রের বৈদেশিক মুদ্রা আয় মোট ১৬.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।
এখন চীন বিশ্বের বড় পর্যটন দেশে পরিণত হয়েছে। ২০০৪ সালে চীনের বিদেশী পর্যটকের সংখ্যা এবং বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বিশ্বে যথাক্রমে চতুর্থ এবং সপ্তম স্থানে রয়েছে। বিদেশ ভ্রমনের ক্ষেত্রে এশিয়ায় চীনারা শীর্ষে এবং বিদেশ ভ্রমনের হার বাড়ানোর ক্ষেত্রে চীন সারা পৃথিবীতে শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম।
|