ইউক্রেনের প্রেসিডেণ্ট ভিক্টর ইয়ুশেনকো ১০ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেণ্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে ফোনে কথাবার্তার সময় বলেছেন, ইউক্রেন সরকারের বদল সে দেশের কূটনৈতিক নীতির ওপর প্রভাব ফেলবে না।
তিনি বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরীণ পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তনের লক্ষ্য সরকারের আরও সক্রিয় পরিচালনা ব্যবস্থার প্রতিষ্ঠা ত্বরান্বিত করা। সরকার পরিবর্তনে ইউক্রেনের কূটনৈতিক নীতি বদলে যাবে না। ইউক্রেন ইউরোপের সঙ্গে তার একায়নের জন্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের জন্য সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে।
মার্কিন প্রেসিডেণ্ট বুশের সঙ্গে ইয়ুশেনকো ইউক্রেন-মার্কিন সহযোগিতা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তিনি আশা করেন যে, ইউক্রেনকে যত তাড়াতাড়ি সম্ভব বাজার অর্থনীতির অবস্থান পেতে এবং ডবলিও.টি.ওর সদস্য হতে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারবে।
|