কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যার চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন ১৩ সেপ্টেম্বর পেইচিংয়ে আবার শুরু হবে। চীনস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম হা জুং ১১ সেপ্টেম্বর বলেছেন, বর্তমানে বিতর্কিত সমস্যাগুলোর ওপর সংশ্লিষ্ট দেশগুলোর মতভেদ রয়েছে। তিনি আশা করেন যে, এবারকার সম্মেলনে সে দেশগুলো অব্যাহতভাবে সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে পরামর্শ করবে, যাতে অভিন্ন দলিলপত্র স্বাক্ষর করা যায়।
পেইচিংয়ে সংবাদদাতাকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
ছ'পক্ষীয় বৈঠকে চীন সক্রিয় তত্পরতা চালিয়েছে এবং বৈঠকের অগ্রগতিতে চীনের গঠনমূলক ভূমিকা পালন করেছে বলে কিম হা জুং চীনের উচ্চ প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রথম পর্যায়ের সম্মেলনে দক্ষিণ কোরিয়া ও চীন ঘনিষ্ঠ সহযোগিতা করেছে। এবারকার সম্মেলনে অভিন্ন দলিল পত্র প্রণয়নে দু'পক্ষের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
|