ইরাকের অন্তরর্র্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফরি ১০ সেপ্টেম্বর জর্দানের মতো ইরাকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
একই দিনে ইরাকে সফরকারী জর্দানের প্রধানমন্ত্রী আদনান বাদ্রানের সঙ্গে সাক্ষাতের পর একটি তথ্য জ্ঞাপন সভায় জাফরি বলেন, ইরাকী জনগণের কাছে বাড্রানের এবারকার সফর খুব গুরুত্বপূর্ণ। তা ইরাকের পুনর্গঠন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ।
বাদ্রান বলেন, জর্দান ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর অত্যন্ত গুরুত্ব দেয়। জর্দান দু'দেশের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা এবং বাণিজ্যিক আদানপ্রদান শুরু করবে।
|