মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মোট ৫১৮০ কোটি মার্কিন ডলারের নতুন জরুরী ত্রান বিল সই করেছেন । কাটরিনা ঝড়ে আক্রান্ত দক্ষিণ যুক্তরাষ্ট্রের দুর্গত অঞ্চলের ত্রানকাজ ও পুনর্বাসনের জন্য এই অর্থ ব্যয় করা হবে ।
জানা গেছে , এই নতুন ত্রান বিল অনুযায়ী দুর্গতদের নগদ টাকা আর বসতির ভর্তুকি দেয়া হবে এবং ওষুধ ও খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে । বন্যা প্রতিরোধের বাঁধ পাকাপোক্ত করা হবে এবং নষ্ট হওয়া সড়কপথ আর যোগাযোগ ব্যবস্থা মেরামত করা হবে।
উল্লেখ করা যেতে পারে যে , গত ২ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে ১০৫০ কোটি মার্কিন ডলারের একটি জরুরী ত্রান বিলও গৃহীত হয়েছে এবং তাতে প্রেসিডেন্ড বুশ সই করেছেন ।
|