এক সর্ব সাম্প্রতিকগবেষণা থেকে জানা গেছে , ১৯৯৭ সালে এশিয়ায় তহবিল সংকট হওয়ার পর চীনের কেন্দ্রীয় সরকার নানা ব্যবস্থা নেয়ার ফলে হংকংয়ের অর্থনীতি অসুবিধা কাটিয়ে উঠেছে ।
গবেষণা থেকে জানা গেছে , "হংকংয়ের সঙ্গে আরও নিবিড় আর্থ-বানিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্পর্কেমূলভূভাগের ব্যবস্থা "চালু হওয়ার এক বছরে হংকংয়ের জন্যে প্রায় ৩০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে । পরিসেবামূলক বানিজ্য হংকংয়ের জন্যে ৫৫০ কোটি হংকং ডলারের অতিরিক্ত অর্থবিনিয়োগ বয়ে এনেছে । ২০০৩ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারের অনুমোদন অনুসারে চীনের মূলভূভাগের কিছুকিছু শহরের নাগরিকরা ব্যক্তিগতভাবে হংকংয়ে ভ্রমণ করতে পারেন । এখন ব্যক্তিগত ভ্রমণ হংকং কে শক্তিশালীকরে গড়ে তোলার ও খুচরা বিক্রয়ের গুরুত্বপুর্ণ উপাদানে পরিণত হয়েছে । গত বছরে ব্যক্তিগত ভ্রমণ হংকংয়ের জন্যে ৬৫০ কোটি হংকং ডলারের অতিরিক্তআয় সৃষ্টি করেছে ।
এ ছাড়া হংকংয়ের সিকিউরিটিস, ব্যাংক, হিসাব রক্ষক, আইন প্রভৃতি প্রাসঙ্গিক পরিসেবামূলক ক্ষেত্রত্বরান্বিত করার জন্যে কেন্দ্রীয় সরকার মূলভূভাগের বড় আকারের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে হংকংয়ের স্টক মার্কেটে প্রবেশ করাও সমর্থনও করে ।
|