কানাডায় চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের রাষ্ট্রীয় সফর কানাডার প্রধান প্রধান সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে ।
কানাডা বার্তা সংস্থা , প্রধান ইংরেজী পত্রিকা " গ্লোব এন্ড মেইল" ও " টরেন্টো স্টার ", কানাডা টেলিভিশন কেন্দ্র ও কানাডা বেতার কোম্পানি সহ কানাডার প্রধান মাধ্যম কয়েক দিন ধরে রিপোর্ট বা ভাষ্য প্রকাশ করে চলেছে ।
কানাডার সংবাদমাধ্যম মনে করে যে , দুদেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছরে দুদেশের সম্পর্কে বিরাট অগ্রগতি হয়েছে । দুদেশের সহযোগিতামূলক সম্পর্ককে আরও জোরদার করার ইচ্ছা কানাডা সরকারের আছে । দুদেশের কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকীর সময়পর্বে প্রেসিডেন্ট হু চিনথাও যে কানাডা সফর করেন তা দুদেশের সম্পর্ক উন্নয়নে নতুন শক্তি যোগাবে ।
|