এপেকের দ্বাদশ অর্থ মন্ত্রী অধিবেশন দক্ষিণ কোরিয়ার ছেজুতে শেষ হয়েছে । অধিবেশনে পুঁজির অবাধ ও স্থিতিশীল প্রবাহ আর প্রবীণদের সংখ্যা বেড়ে যাওয়ার সমস্যা মোকাবিলা করার ব্যাপারে যুক্ত বিবৃতি আর ছেজু বিবৃতি গৃহিত হয়েছে ।
যুক্ত বিবৃতিতে এপেকের সদস্যদের উদ্দেশ্যে দোহা দফা আর্থিক পরিসেবা বৈঠকের সুফল যত তাড়াতাড়ি সম্ভব অর্জনের তাগিদ দেয়া হয়েছে । অর্থ মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছেন যে , তারা একটি স্থিতিশীল ও উচ্চ ফলপ্রসূতাসম্পন্নপুঁজি বাজার প্রতিষ্ঠার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবেন । বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে চীন আর মালয়েশিয়া যে ইতিবাচক ব্যবস্থা নিয়েছে , তাকে তিনি স্বাগত জানিয়েছেন ।
এবারকার অধিবেশনে এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবীনদের সংখ্যা বেড়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত ছেজু বিবৃতিও প্রকাশিত হয়েছে ।
|