চীনা গণ মুক্তি ফৌজের চীফ অফ দি জেনারেল স্টাফ লিয়াং কুয়াংলিএ ৮ সেপ্টেম্বর পেইচিংয়ে সফররত জিম্বাবোয়ের স্থল বাহিনীর সেনাপতি ফিল্লিপ সিবানাদার সঙ্গে সাক্ষাত্ করেছেন।
লিয়াং কুয়াংলিএ বলেছেন, চীন-জিম্বাবোয়ে সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতায় প্রচুর সাফল্য অর্জিত হয়েছে। চীন জিম্বাবোয়ের সরকারকে একচীন নীতিতে অবিচল থাকা এবং মানবাধিকারসহ আন্তর্জাতিক বিষয়ে চীনকে বরবরই সমর্থন করার জন্যে প্রশংসা করে ও ধন্যবাদ জানায়।
সিবানাদা বলেছেন, জিম্বাবোয়ে এবং চীনের সরকার ও জনগণের মধ্যে গভীর মৈত্রী আছে, তিনি চীনা জনগণ জিম্বাবোয়েকে বরবরই সমর্থন করার জন্যে ধন্যবাদ দেন। তিনি আশা করেন, দু'দেশের সেনাবাহিনী অধিকতরভাবে আদান-প্রদান জোরদার করবে, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নয়ন করবে।
|