পাকিস্তান আর ভারতের সংশ্লিষ্ট বিভাগ ৮ তারিখ ইসলামাবাদে প্রাকৃতিক গ্যাসবাহী পাইপের বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রকল্প নির্মাণ নিয়ে দু'দিনব্যাপী বৈঠক করেছে ।
খবরে প্রকাশ , এই বৈঠক করার জন্য দুদেশ যার যার তেল সচিবের নেতৃত্বাধীন কর্মগ্রুপ পাঠিয়েছে । দুপক্ষ দুদেশের প্রাকৃতিক গ্যাসবাহী পাইপ প্রকল্প বিষয়ক সহযোগিতা চুক্তির মৌলিক কাঠামো , ভূমির ব্যবহার , প্রাকৃতিক গ্যাসের চাহিদার পরিমাণ , পরিবহনের খরচ প্রভৃতি বিষয়াদিতে আলোচনা করবে । ৯ তারিখ দুপক্ষের একটি যুক্ত সংবাদ সম্মেলন আয়োজনের কথা ।
এর আগে ইরান , পাকিস্তান আর ভারত অর্থাত্ প্রাকৃতিক গ্যাসবাহী পাইপ প্রকল্পের সংগে সম্পর্কিত এই তিন দেশ এই মত প্রকাশ করেছে যে , এই প্রকল্পের নির্মাণকাজ যাতে ২০০৬ সালের এপ্রিল মাসে শুরু হয় , সেজন্য তিন দেশ যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার প্রক্রিয়ায় প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছে , যাতে আলোচনার সময় কমানো যায় ।
|