চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার চৌ ইয়ো কাং ৮ সেপ্টেম্বর পেইচিংয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ বিশ্বনাথ রাও পাতিলের সঙ্গে বৈঠক করেছেন।
চৌ ইয়ো কাং বলেছেন, চীন ও ভারতের সহযোগিতা পারস্পরিক উপকারিতামূলক এবং উভয় পক্ষের জন্যেই কল্যাণকর এবং অঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য সবিশেষ তাত্পর্যসম্পন্ন। চীন ও ভারতের আইনগত প্রশাসন ক্ষেত্রেসহযোগিতা জোরদার করা দু'দেশের সামাজিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা সুরক্ষার জন্য হিতকর এবং দু'দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। চীন ভারতের সঙ্গে সন্ত্রাস-দমন, মাদক-নিষিদ্ধকরণ, আন্তঃদেশীয় অপরাধের ওপর আঘাত হানা, অবৈধ সীমান্ত-পার তত্পরতায় আঘাত হানা এবং আইনগত প্রশাশনের ক্ষেত্রেপ্রশিক্ষণ প্রভৃতি ক্ষেত্রের বিনিময় আর সহযোগিতা জোরদার করতে চায়।
পাতিল বলেছেন, ভারত চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের উপর গুরুত্ব দেয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে আইনগত প্রশাসন ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে সুসংবদ্ধ আর উন্নয়ন করতে ইচ্ছুক।
একই দিন, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-ও পেইচিংয়ে পাতিলের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|