ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইউশ্চেকো ৮ তারিখ প্রধান মন্ত্রীইউরিয়া তিমোশ্চেনকোর নেতৃত্বাধীন বর্তমান সরকার ভেঙ্গে দেয়ার কথা ঘোষণা করেছেন এবং প্রাক্তন রাষ্ট্রীয় নিরাপত্তা আর প্রতিরক্ষা কমিশনের মন্ত্রী এখানুরোভকে ভারপ্রাপ্ত প্রধান মন্ত্রী নিয়োগ করেছেন এবং তাঁকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ।
ইউশ্চেনকো সংগে সংগে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের মন্ত্রী পরোশ্চেন্কোও বরখাস্ত করেছেন । তিনি এই মত প্রকাশ করেছেন যে , ঐক্যের অভাব আর বিভিন্ন সরকারী সংস্থার মধ্যে নিরন্তর বিরোধ সরকার ভেঙ্গে দেয়ার প্রধান কারণ ।
অন্য খবরে প্রকাশ , ইউক্রেনের একজন উপ-মন্ত্রী ইউক্রেনের বর্তমান সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর ইউক্রেনের নিরাপত্তা ব্যুরো ৮ তারিখ সংশ্লিষ্ট কমিটি গঠন করা এবং দুর্নীতির সংগে জড়িত সরকারী কর্মকর্তাদের তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ।
|