মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সীন ম্যাকর্ম্যাক ৭ তারিখ এই মত প্রকাশ করেছেন যে , যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য যে ভিসা দিয়েছে , তাতে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন প্রতিপন্ন হয় নি ।
ম্যাকর্ম্যাক একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , যুক্তরাষ্ট্র ৬ তারিখ নেজাদকে ভিসা দিয়েছে এবং তাঁকে ইরানের রাষ্ট্রপতি হিসেবে যুক্তরাষ্ট্রে ্ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অনুমতি দিয়েছে । কিন্তু তিনি এই মত প্রকাশ করেছেন যে , নেজাদকে ইরানের রাষ্ট্রপতি হিসেবে জাতি সংঘে আসতে যে অনুমতি দেয়া হয়েছে , তার ভিত্তি হল প্রচলিত রীতি-প্রথা আর যুক্তরাষ্ট্র ও জাতি সংঘের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল ।
এর আগে ১৯৭৯ সালে মার্কিন জিম্মীদের আটক রাখার সংগে সম্পর্কিত বলে মার্কিন ভূ-ভাগীয় নিরাপত্তা দফতর নেজাদকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দিতে অস্বীকার করেছিল ।
|