মার্কিন ঘূর্নি- ঝড় উপদ্রুত এলাকায় পাঠানো চীনের ১০৪ টন জরুরী ত্রাণ সামগ্রী ৮ তারিখ আরকানসাস অঙ্গরাজ্যের লিটল্ রক বিমান বাহিনীর ঘাঁটিতে পৌঁছেছে ।
ত্রাণ সামগ্রী হস্তান্তরের দায়িত্বপ্রাপ্ত হিউস্টনে নিয়োজিত চীনের কনসাল জেনারেল হু ইয়ে স্যুন্ বলেছেন , চীন সরকার মার্কিন ঘূর্নি- ঝড় উপদ্রুত এলাকায় বিমানে ত্রাণ সামগ্রী পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে , তাতে গুরুতর প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়া মার্কিন জনগণের প্রতি চীনের সরকার আর জনগণের আন্তরিক সহানুভূতি আর সমবেদনা প্রতিফলিত হয়েছে ।
চীনের এবারকার বিমানযোগে ত্রাণ সামগ্রী পাঠানোর ওপর যুক্তরাষ্ট্র খুব গুরুত্ব দিয়েছে এবং এর জন্য সযত্ন প্রস্তুতি নিয়েছে । যুক্তরাষ্ট্র বলেছে , এই সব সামগ্রী ফেডারেল জরুরী ব্যবস্থা বিভাগের মাধ্যমে দারুণ দুর্গত এলাকায় পাঠানো হবে ।
|