শ্রীলংকা সরকার ৭ সেপ্টেম্বর বলেছে যে, তারা নরওয়ের প্রস্তাবে সাড়া দিয়ে তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সঙ্গে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তি চুক্তি পালন ইত্যাদি সমস্যা নিয়ে শান্তি বৈঠক করবে।
শ্রীলংকার প্রেসিডেন্ট ভবন একই দিন একটি বিবৃতিতে বলেছে, সম্প্রতি শ্রীলংকায় রাজনৈতিক হত্যাকান্ড বেশী ঘটেছে। শ্রীলংকা সরকার মনে করে যুদ্ধ বিরতি চুক্তির প্রশ্নে টাইগার সংস্থার সঙ্গেজরুরি পরামর্শ করা দরকার। কিন্তু টাইগার সংস্থা এখনও নরওয়ের প্রস্তাবে সাড়া দেয় নি।
গত মাসের ১২ তারিখ শ্রীলংকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদিরগামার নিহত হবার পর, শ্রীলংকা সরকার টাইগার সংস্থাকে যুদ্ধ বিরতি চুক্তি সমস্যা নিয়ে আলোচনা করার দাবি জানিয়েছে। কিন্তু দু'পক্ষ আলোচনার স্থান নিয়ে এক মত হয় নি।
|