পিপলস ডেইলি পত্রিকর খবরে জানা গেছে, চীনের আন্তর্জাতিক বাণিজ্য ত্বরান্বিতকরণ কমিটির সহ-সভাপতি ওয়াং চিনচেন ৭ সেপ্টেম্বর সিয়ামেন শহরে বলেছেন, চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ ক্রমে ক্রমে দ্রুততর হবার সঙ্গে সঙ্গে, এই বাণিজ্য অঞ্চল বিশ্বের তিনটি শক্তিশালী বাণিজ্যিক এলাকার সারিতে প্রবেশ করবে।
তিনি বলেছেন, ২০১০ সাল পর্যন্ত চীন-আসিয়ান বাণিজ্য অঞ্চলের আমদানি-রপ্তানির মোট পরিমাণ উত্তর-আমেরিকান বাণিজ্য অঞ্চলের চেয়ে বেশি হবে। ২০২০ সাল পর্যন্ত জি.ডি.পি.-র মোট পরিমাণ ই ইউ বাণিজ্য অঞ্চলের চেয়ে বেশী হবে। এর সঙ্গে সঙ্গে, চীন-আসিয়ান বাণিজ্য অঞ্চল উত্তর-আমেরিকান বাণিজ্য অঞ্চল, ই ইউ বাণিজ্য অঞ্চলের সঙ্গে বিশ্বের তিনটি অর্থনৈতিক স্তম্ভ হবে।
|