জাতি সংঘ মহাসচিব কফি আনান ৭ তারিখে বলেছেন, যদিও "তেলের বিনিময়ে খাদ্য" কেলেংকারী সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিটি মনে করে যে তিনি এই কর্মসূচীর বাস্তবায়ন প্রক্রিয়ায় ভুল-ক্রটি করেছেন, তবু তিনি তার জন্য পদ ত্যাগ করবেন না।
একইদিনে কফি আনান "তেলের বিনিময়ে খাদ্য" কেলেংকারী সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিটির দায়িত্বশীল ব্যক্তি পল ভলকার-এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট শুনার পর সংবাদ মাধ্যমকে বলেছেন, জাতি সংঘের প্রধান প্রশাসনিক পরিচালক হিসেবে, তিনি রিপোর্টে উল্লেখিত জাতি সংঘের সমস্যার বিষয়ে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি কোনো ব্যক্তি বিশেষের জন্য পদ ত্যাগ করতে অনিচ্ছুক। এর সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন দেশের প্রতি এই রিপোর্ট গবেষণা করা এবং তার মধ্য থেকে কিছু শেখার আহ্বান জানিয়েছেন।
|