 নিউইয়র্কে দ্বিতীয় বিশ্ব স্পীকার সম্মেলনে অংশগ্রহণকারী চীনের জাতীয় গণ কংগ্রেসের চেয়ারম্যান উ পাং কুও ৭ সেপ্টেম্বর আলাদা আলাদাভাবে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের স্পীকার কিম ওয়ান-কি এবং কুয়েতের জাতীয় সংসদের স্পীকার জাসিম মোহম্মদ আল-খারাফির সঙ্গে সাক্ষাত্ করেছেন।
কিম ওয়ান-কির সঙ্গে সাক্ষাতের সময় উ পাং কুও বলেছেন, চীন ও দক্ষিণ কোরিয়ার সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশের রাজনৈতিক , অর্থনৈতিক , সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রের বিনিময় আর সহযোগিতা আরো নিবিড় হয়েছে। কিম ওয়ান-কি বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার ও বিভিন্ন মহলের অভিন্ন বিকল্প।
খারাফির সঙ্গে সাক্ষাত্ করার সময় উ পাং কুও বলেছেন, কুয়েত হচ্ছে আজ পর্যন্ত চীনকে সবচেয়ে বেশি সরকারী সুবিধাজনক ঋণদাতা আরব দেশ। চীন তাইওয়ান, মানবাধিকার প্রভৃতি সমস্যায় কুয়েতের মূল্যবান সমর্থনের জন্যে কৃতজ্ঞতা জানায়। খারাফি বলেছেন, কুয়েতের সরকার আর সংসদ চীনের সঙ্গে সম্পর্কউন্নয়নের উপর উচ্চ মানের গুরুত্ব দেয়, চীনকে বিশ্বাসযোগ্য বন্ধু বলে মনে করে।
|