৭ সেপ্টেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত ষষ্ঠ ভারত-ই ইউ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ই-ইউর পালাক্রমিক সভাপতি-রাষ্ট্র ব্রিটেনের প্রধানমন্ত্রী টনী ব্লেয়ার বলেছেন , সন্ত্রাস দমনে দু'দেশের সহযোগিতা জোরদার হবে ।
সম্মেলন শেষে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ব্লেয়ার বলেছেন , ব্রিটেন যে সন্ত্রাসী তত্পরতা সমর্থনের নিন্দা বিষয়ক খসড়া প্রস্তাব দাখিল করেছে , তিনি আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতি সংঘ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক সমাজের প্রতি তা সমর্থন করার আহ্বান জানাবেন । তিনি বলেছেন , ই-ইউ ও ভারত শক্তিশালী ব্যবস্থা নিয়ে উগ্রপন্থীদের মানী লন্ডারিং তত্পরতার ওপর আঘাত হানবে ।
|