যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ইত্যাদি ৩২টি দেশ নিয়ে গঠিত জাতি সংঘ সাধারণ পরিষদের কেন্দ্রীয় গ্রুপ ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অব্যাহতভাবে নিউইয়র্কে জাতি সংঘ শীর্ষ সম্মেলনের 'ফলাফলের খসড়া দলিল' নিয়ে আলোচনা করেছে। কিন্তু স্পষ্ট অগ্রগতি হয় নি।
কেন্দ্রীয় গ্রুপ গুরুত্বের সঙ্গে উন্নয়ন, সন্ত্রাস, শান্তি কমিটি প্রতিষ্ঠা, মানবাধিকার পরিষদ, রক্ষার দায়িত্ব, নিরস্ত্রীকরণ ও অস্ত্রের বিস্তার রোধ ইত্যাদি ৭টি বিষয় নিয়ে আলোচনা করেছে। উন্নয়ন প্রসঙ্গে, যুক্তরাষ্ট্র 'সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য' এই ধারণা গ্রহণ করতে রাজি হয়েছে। কিন্তু ২০১৫ সালের আগে মার্কিন উন্নয়ন সাহায্য তার জিডিপি'র ০.৭ শতাংশে বাড়াতে অস্বীকার করেছে।
|