মিসরের প্রেসিডেন্টের ভোট দেয়ার কাজ ৭ সেপ্টেম্বর রাতে সমাপ্ত হয়েছে।
খবরে প্রকাশ, সেদিন ভোট দেয়ার প্রক্রিয়া মোটামুটি শান্ত ছিলো। এরপর মিসরের আইন বিচার কর্মকর্তা ও বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিরা ভোট পরীক্ষা কাজ তত্ত্বাবধান করবেন।
খবরে প্রকাশ, নির্বাচনের ফল ৯ ও ১০ সেপ্টেম্বর ঘোষণা করার সম্ভাবনা আছে। জনমত মনে করে, ২৪ বছরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হোস্নি মুবারাক মিসরের পঞ্চম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশী।
|