১৯৫৩ সালের ৮ সেপ্টেম্বর চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ৪৯তম স্ট্যান্ডিং কমিটির সম্প্রসারিত অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী চৌ এনলাই অধিবেশনে "অন্তর্বর্তীকালীন সাধারণ নীতি " সম্পর্কে রিপোর্ট দেন । রিপোর্টে তিনটি বিষয় উল্লেখ করা হয় :
১.অন্তর্বর্তীকালীন সাধারণ নীতি সম্পর্কেঃ সমাজতন্ত্রের সংস্কার অন্তর্বর্তীকালীন সময় নির্ধারণ করে । অন্তর্বর্তীকালীন সময়ে ধীরে ধীরে সমাজতন্ত্রের সংস্কার চালানো উচিত ।
২. চীনের প্রথম "পাঁচ বছর পরিকল্পনা" সম্পর্কেঃ
এর মৌলিক কাজ হচ্ছে: প্রচেষ্টা চালিয়ে শিল্প ,যোগাযোগ পরিবহন, হালকা শিল্প,কৃষিকাজ ও বাণিজ্য উন্নত করা । ধাপে ধাপে কৃষিকাজ, হস্তশিল্পের সহযোগিতা আর ব্যক্তিগত বাণিজ্যের সংস্কার ত্বরান্বিত করা ।
৩.সমাজতন্ত্রের সংস্কার সম্পর্কেঃশেষের সংস্কার হচ্ছে: উত্পাদন উপকরণের ব্যক্তিগত মালিকানা বাতিল করা এবং সকল উত্পাদন উপকরণ রাষ্ট্রীয় মালিকানা বা সমষ্টিগত মালিকানায় (সমবায়ের মতো) পরিণত হবে ।
**মা জুনরেনের দৌড় খেলোয়াড় দল বিশ্বের রেকর্ড ভাঙ্গেন
১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বসয়ী খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙ্গেন।
**প্যারিসে চালর্স দ্য গলকে গুপ্তহত্যারষড়যন্ত্র"
১৯৬১ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান । নিজ গাড়িতে বাড়ি ফিরে যাওয়ার পথে তার ওপর হামলা করা হয় । কিন্তু বোমার বিস্ফোরণ হয় নি । একজন সন্দেহজনক যুবককে হামলাস্থলের কাছাকাছি এলাকায় গ্রেফতার করা হয় । সে দ্য গলের "আলজেরিয়া নীতির" বিরোধিতাকারী ডান -পন্থী সংস্থার সদস্য । এই ঘটনার পর, দ্য গল বলেছেন,এই ধরণের গুপ্তহত্যার ষড়যন্ত্র খুবই হাস্যকর ।
**বিশ্বের প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
১৯৬৬ সালে জাতি সংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে । এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সদস্যদেশ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা নিরক্ষরতার বিরুদ্ধে সংগ্রাম করে । তখন থেকে বিশ্বের প্রত্যেক সদস্য দেশ ৮ সেপ্টেম্বর বিভিন্ন ধরনের তত্পরতা চালায় । অনেক দেশের সরকার ও বেসরকারি সংস্থা স্বদেশের জনগণের প্রতি আঞ্চলিক নিরক্ষরতা দূর করার সংস্থা প্রতিষ্ঠা করা ও সংবাদমাধ্যমের সাহায্যে নিরক্ষরতা দূর করার গুরুত্ব তুলে ধররে আহ্বান জানায় ।
**ছেন সিয়াওসিয়া চীনের প্রথম বিশ্ব নারী ডাইভিং চ্যাম্পিয়ন হন
চীনের নারী ডাইভার ছেন সিয়াওসিয়া ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন । ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর বিশ্ব ১০তম ছাত্র গেমসে নারী ১০মিটার ডাইভিং বোর্ডের স্বর্ণপদক অর্জন করেন ,চীনের ডাইভিং ইতিহাসে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন ।
**১৯৯৭ সালের ৮ সেপ্টেম্বর সিরিয়ার ১১৫ বছর বয়সী মোঃ টেলাব্রিশি মৃত্যুবরণ করেন ।
|