চীনের সহকারী বাণিজ্য মন্ত্রী ফু জি ইং ৭ সেপ্টেম্বর চীনের শিয়ামেন শহরে বলেছেন, মেধাসত্ব সংরক্ষণের ক্ষেত্রে বিশ্ব সমাজের সঙ্গে চীনের বেশী যোগাযোগ এবং সহযোগিতা হবে বলে চীন সরকার আন্তরিকভাবে আশা প্রকাশ করে।
একই দিন আয়োজিত মেধাসত্ব সংরক্ষণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক ফোরামে ফু জি ইং ব্যাখ্যা করে বলেছেন, বতর্মানে চীনের মেধাসত্ব সংরক্ষণ সংক্রান্ত আইনগত ব্যবস্থা অত্যন্ত সম্পূর্ণ। মেধাসত্বসংরক্ষণের ক্ষেত্রে কেবল চলতি বছরের প্রথম ছ' মাসে চীনের পুলিশ সাফল্যজনকভাবে হাজারাধিক মেধাসত্ব লংঘণকারী ঘটনা উদ্ঘাটন করেছে। এ সব ঘটনার সঙ্গে জড়িত অর্থেরমোটমূল্য ৮০ কোটি রেন মিন পির বেশী।
ফু জি ইং বলেছেন, চীনের মেধাসত্ব সংরক্ষণের কাজকে এক তরফাভাবে সমালোচনা আর বিবৃত করা সমস্যার নিষ্পত্তির প্রতিকূল হবে।
|