 চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৭ সেপ্টেম্বর পেইচিংয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন কংগ্রসের মহাসচিব সুপাচাই পানিছপাকদির সঙ্গে সাক্ষাত্ করার সময় আশা প্রকাশ করেছেন যে, বাণিজ্য ও উন্নয়ন কংগ্রেসের কর্তব্য আরো জোরদার হবে, বিশ্ব অর্থনীতি, বিশেষ করে উন্নয়নমুখী দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আরো বিরাট অবদান রাখা হবে।
ওয়েন চিয়া পাও বলেছেন, বাণিজ্য ও উন্নয়ন কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে সবসময় বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করে , উন্নয়নমুখী দেশের স্বার্থ রক্ষা করে এবং ব্যাপক উন্নয়নমুখী দেশের আস্থা এবং সমর্থন পেয়েছে।
উল্লেখ্য যে, বাণিজ্য ও উন্নয়ন কংগ্রেস ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে জাতিসংঘের বাণিজ্য আর উন্নয়ন প্রভৃতি সমস্যা সমাধানের সার্বিক সংস্থা। চীন আর বাণিজ্য ও উন্নয়ন কংগ্রসের সুষ্ঠু সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।
|