মিসরের প্রেসিডেন্ট নির্বাচন ৭ তারিখ সকালে অনুষ্ঠিত হয়েছে। ভোটাভুটি কাজ স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা দশটা পর্যন্ত। সারাদেশে ১০ হাজারেরও বেশি ভোট কেন্দ্রে ভোটদান ও গণনা করা হবে। তের হাজার বিচারক গোটা নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রী এল-আদলি দেশের বিভিন্ন প্রদেশের নিরাপত্তা বিভাগকে যাবতীয় নির্বাচন কেন্দ্র এবং সকল নির্বাচন কর্মকর্তার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
|