জাতি সংঘের "তেলের বিনিময়ে খাদ্য" কর্মসূচী বিষয়ক কেলেংকারী সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিটি ৬ তারিখে বলেছে, জাতি সংঘ মহাসচিব কোফি আন্নান এই ঘটনায় তাঁর ছেলের জন্যে কোনো পক্ষপাতিত্ব দেখান নি, কিন্তু "তেলের বিনিময়ে খাদ্য" কর্মসূচীতে কয়েকটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আন্নান, নিরাপত্তা পরিষদ এবং জাতি সংঘের কিছু সদস্য দেশের ভুল-ক্রটি অস্বীকার করা যায় না।
আন্নান ও নিরাপত্তা পরিষদ এই ঘটনা সার্বিকভাবে মোকাবেলা করে নি এবং নেতারা যথাযথ দায়িত্ব পালন করেন নি, এই কমিটি তার সমালোচনা করেছে।
|