ষষ্ঠ ভারত-ই ইউ শীর্ষ সম্মেলন ৭ তারিখ নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছে । উভয পক্ষ যৌথ তত্পরতা পরিকল্পনা প্রকাশ করেছে ।
ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , ভারত আর ই ইউ রাজনৈতিক ও অর্থনৈতিক সংলাপ ও সহযোগিতা জোরদার করবে , পরামর্শ ব্যবস্থা গড়ে তুলবে , বাণিজ্য ও পুঁজিবিনিয়োগ ত্বরান্বিত করবে এবং যৌথভাবে সন্ত্রাস দমন করবে ।
উভয় পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি , নিরস্ত্রীকরণ আর পারমানবিক অস্ত্রের বিস্তার রোধের ক্ষেত্রেও সংলাপ ব্যবস্থা গড়ে তুলবে ।
|