জাতিসংঘের ৫৯তম সাধারণ পরিষদের কেন্দ্রীয় গ্রুপ ৬ সেপ্টেম্বর বিকালে সাধারণ পরিষদের চেয়ারম্যান, গ্যাবোনের পররাষ্ট্রমন্ত্রী জীন পিংয়ের উত্থাপিত জাতিসংঘের শীর্ষ সম্মেলনের "ফলাফলের খসড়া দলিলের" চতুর্থ সংস্করণনিয়ে রূদ্ধ দ্বার অধিবেশন করেছে। জাতিসংঘস্থ মার্কিন স্থায়ী প্রতিনিধি জন বল্টন বলেছেন, যুক্তরাষ্ট্র"সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য" গ্রহণ করে।
বল্টন বলেছেন, যদি "সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য" এর যৌক্তিক অর্থ থাকে, যুক্তরাষ্ট্র তা গ্রহণ করবে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র স্বীকার করে যে, বিভিন্ন দেশের "কিয়োতো প্রটোকল" সহ বিভিন্ন চুক্তিতে দেয়া প্রতিশ্রুতি পালন করার প্রয়োজন আছে। তবে তিনি পুনর্বার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালে সরকারী উন্নয়ন সাহায্য দান তার জি ডি পির ০.৭ শতাংশের বেশী করার লক্ষ্য গ্রহণ করে না।
|