সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিন্জ্ঞার ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে বলেছেন, চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং তার রাষ্ট্রীয় শক্তির উন্নয়ন বিশ্বের শান্তি ও সমৃদ্ধির সহায়ক ।
তিনি বলেছেন, তিনি "চীনের হুমকি" তত্ত্বে বিশ্বাস করেন না। চীনের সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিছুটা হুমকি এবং চীনের অর্থনীতির উন্নয়ন কিছুটা চ্যালেঞ্জ সৃষ্টি করলেও এটি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিষয়। প্রতিযোগিতার ভিত্তিতেই তা সমাধান করা যায়।
তিনি আরো বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক মূলতঃ সুষ্ঠুভাবেই চলছে। দু'পক্ষের উচিত সরকারী সংলাপ আরো বেশি চালানো, গণ- আদানপ্রদান আরো বাড়ানোর জন্য মতভেদ কমানো এবং পারস্পরিক সমঝোতা ত্বরান্বিত করা।
|