২ সেপ্টেম্বর পেইচিংএ পেইচিং মহানগর, পেইচিং ওলিম্পিক্স সাংগঠনিক কমিটি, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলএবং পূর্ব এশীয় গেমসের ম্যাকাও সাংগঠনিক কমিটির মধ্যে একটি স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে। স্মারকলিপি অনুযায়ী, ম্যাকাওয়ে পূর্ব এশীয় গেমস চলাকালে পেইচিং শহর ২০০৮ সালের ওলিম্পক গেমসের প্রচার অনুষ্ঠানের আয়োজন করবে। আগামী ২৯ অকটোবর থেকে ৬ নভেম্বর পযর্ন্ত চতুর্থ পূর্ব এশীয় গেমস ম্যাকাওয়ে অনুষ্ঠিত হবে।
প্রথম চীন সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রতিযোগিতা ৪ সেপ্টেম্বর পেইচিংএ সমাপ্ত হয়েছে। চীনের খেলোয়াড়রা ৫টি স্বর্ণপদকের সব কটিই পকেটস্থ করেছে। গত ৩১ আগস্ট এই প্রতিযোগিতা শুরু হয়।
১৬তম এশীয় দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতা ৪ দিন চলার পর ৪ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় সমাপ্ত হয়েছে। এবারকার প্রতিযোগিতায় চীন দল মোট ১৫টি স্বর্ণপদক, ৭টি রৌপ্যপদক এবং ১০টি ব্রোঞ্জপদক অর্জন করে প্রথম স্থান পেয়েছে। ১৭তম এশীয় দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতা ২০০৭ সালে লেবাননে অনুষ্ঠিত হবে।
১৭তম এশীয় টেবিল-টেনিস প্রতিযোগিতা এক সপ্তাহ চলার পর ২ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় সমাপ্ত হয়েছে। পুরুষ একক প্রতিযোগিতায় চীনের হুওয়া লি ছিন ৪:১ সেটে চীনের হংকংএর লি ছিনকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছেন। তা ছাড়া, চীন দল পুরুষ দলগত , পুরুষ দ্বৈত এবং মিশ্র দ্বৈত দফার শীরোপা অর্জন করেছে। চীনের হংকংএর খেলোয়াড়রা নারী দলগত , নারী একক এবং নারী দ্বৈত দফায় শীরোপা অর্জন করেছেন।
পূর্ব চীনের থাইছান শহরে অনুষ্ঠিত ১৩তম এশীয় নারী ভলিবল প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের চতুর্থ রাইন্ড ৪ সেপ্টেম্বর শেষ হয়েছে। চীনের নারী দল ৪:০ সেটে ফিলিপাইন দলকে পরাজিত করে কোয়াটার ফাইনালে উন্নীত হয়েছে। এবারকার নারী ভলিবল প্রতিযোগিতা ১ সেপ্টেম্বর শুরু হয়েছে। মোট ১২টি দল এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ৮ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
৫৯তম বিশ্ব পুরুষ ফিগার প্রতিযোগিতা আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর পযর্ন্ত চীনের সাংহাইএ অনুষ্ঠিত হবে। সম্প্রতি এই প্রতিযোগিতার সাংগঠনিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। জানা গেছে , বিশ্বের ৮০টিরও বেশী দেশ আর অঞ্চলের ৩ শতাধিক ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় যোগ দেবেন। গত কয়েক বছরে এই প্রতিযোগিতা হচ্ছে চীনের আয়োজিত সবচেয়ে বড় আকারের ফিগার প্রতিযোগিতা।
২০০৫ সালের বিশ্ব মাসলম্যান প্রতিযোগিতা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরপর্যন্ত চীনের ছেংতু শহরে অনুষ্ঠিত হবে। ২৫জন মাসলম্যান এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
৪ সেপ্টেম্বর সমাপ্ত যুক্তরাষ্ট্রের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার নারী দ্বৈত দফার প্রতিযোগিতায় চীনের খেলোয়াড় লি না আর জাপানের রিকা ফুজিওয়ারা পরর্বতী পর্যায়ে প্রবেশ করতে পারেননি।
|