v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-07 14:04:53    
রক সঙ্গীতের সঙ্গে চীনের ঐতিহ্যিক লোকসঙ্গীতের সংঘাত

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন শুনছেন আজকের সুরের ভুবন অনুষ্ঠান। পরিবেশন করছি আমি লিলি। রক সঙ্গীত হচ্ছে গত শতাব্দীর পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্রে উদ্ভূত এক ধরণের জনপ্রিয় সঙ্গীত। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের গ্রামীন গায়করা তাদের গানগুলোতে কৃষ্ণাঙ্গ সঙ্গীতের উপাদান আহরণ করে ধীরে ধীরে রক সঙ্গীত গড়ে তুলেছেন। চীনের থাং রাজবংশ নামে একটি ব্যান্ড রক সঙ্গীতের সাথে চীনের ঐতিহ্যিক সঙ্গীত মিশিয়ে চীনের নিজস্ব রক সঙ্গীত সৃষ্টি করেছেন। আজকের অনুষ্ঠানে আমি থাং রাজবংশ ব্যান্ড এবং তাদের সঙ্গীতগুলো সম্বন্ধে কিছু বলবো।

    প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে গান শুনবেন তার নাম হচ্ছে " স্বপ্নে থাং রাজবংশে ফিরে যাই"। এই গানের মাধ্যমে তাঁরা সুপরিচিত হন। গানটি প্রচারিত হওয়ার পর অসংখ্য সংগীত অনুরাগী গভীরভাবে মুগ্ধ হন। আচ্ছা, এখন আমরা একসাথে গানটি শুনবো।

    থাং রাজবংশ ব্যান্ড ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের প্রতিষ্ঠিত হওয়ার পথে অনেক মর্মস্পর্শীগল্প আছে। ১৯৯২ সালে তাদের প্রথম CD সংকলন প্রকাশের পর তাদের গানগুলোতে সুপ্ত বিরাট সঙ্গীত শক্তি চীনের প্রচলিত সঙ্গীত মঞ্চে উত্তাল জোয়ার সৃষ্টি করে। এই ব্যান্ডের সদস্যরা ১৯৯২ সালে " এশিয়ার সবচেয়ে লক্ষ্যনীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হন। প্রিয় বন্ধুরা, আপনারা পরে যে গান শুনবেন তার নাম হচ্ছে " চাঁদের স্বপ্ন"। থাং রাজবংশ ব্যান্ড রক সঙ্গীতের মধ্যে চীনের জাতীয় সুর মিশিয়ে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিলনের উপায়ে মানুষকে ঐতিহাসিক সভ্যতার সীমানায় নিয়ে গেছেন। এই ব্যান্ডের প্রধান সদস্য তিং উয়ের উচ্চ সুরে চীনের থাং রাজবংশের জাঁকজমকপূর্ণ দৃশ্য স্মরণ করা হয়েছে। গানের কথাও কবিতার মতো। এই ব্যান্ডের প্রতিষ্ঠার প্রাথমিক সময়পর্বে তার সদস্যদের হাতে ছিলো শুধুমাত্র কয়েকটি সাদামাটা ও পুরনো বাদ্যযন্ত্র। কিন্তু তাঁরা সে সব কঠিন দিন পার হয়ে এসেছেন। প্রথম CD সংকলনের সাফল্য তাঁদেরকে বেশ উত্সাহ দিয়েছে। আচ্ছা, এখন আমরা একসাথে " চাঁদের স্বপ্ন" নামে এই গান শুনবো।

    প্রিয় বন্ধুরা, এখন আমি " তোমার স্বপ্নরাজ্য"নামে একটি গান আপনাদের উপহার দেবো। থাং রাজবংশ ব্যান্ড প্রথম সুনাম অর্জন করার সময়ে অনেক মন্তব্যে এই মত প্রকাশ করা হয়েছে যে, এটি হচ্ছে এশিয়ার সংস্কৃতির আর একটি সূচনা। কিন্তু যে সব লোক প্রচলিত সঙ্গীত শুনতে অভ্যস্ত ছিলেন, তারা থাং রাজবংশ ব্যান্ডের সঙ্গীত গ্রহণ নাও করতে পারেন। কিন্তু এই ব্যান্ডের সদস্যরা বলেছেন, তাঁরা শুধু শ্রোতাদের জানাতে চান যে, এক দল নিষ্ঠাবান যুবক সঙ্গীতকে ভালোবাসেন। তারা সঙ্গীতের মাধ্যমে জীবনের প্রতি তাদের অভিজ্ঞতা ও সংগ্রামকে প্রকাশ করতে চান এবং সুরের মধ্য দিয়ে তাদের আকাঙ্গাক্ষাও স্বপ্ন ব্যক্ত করতে চান। তারা সঙ্গীত দিয়ে তাদের জীবন ও চোখে দৃশ্যমান চীন দেশকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আচ্ছা, বন্ধুরা, আসুন গানটি শুনি।

    সঙ্গীত অনুরাগীরা এইভাবে থাং রাজবংশ ব্যান্ডের মূল্যায়ন করেন: আপনি তাদের সঙ্গীতের মধ্যে সাহস ও শক্তির কথা শুনতে পাবেন, তার কারণ হচ্ছে এই যে, তাদের উত্তর চীনের পুরুষদের দুঃসাহসী প্রকৃতি। আপনি তাদের সঙ্গীতের মধ্যে কবিতার আমেজ অনুভব করতে পারবেন, তার কারণ হচ্ছে এই যে, তারা মাঝে মাঝে কাব্যিক চিন্তা-ভাবনা করেন। আপনি তাদের সঙ্গীতের মধ্যে আরো বেশি অবকাশ ও কল্পনা অনুভব করতে পারবেন, তার কারণ হচ্ছে এই যে, তারা সঙ্গীতের মধ্যে অনেক আশার বাণী শুনিয়েছেন। আপনি তাদের সঙ্গীতের মধ্যে চীনাদের এক ধরণের আত্মবিশ্বাস উপলব্ধি করতে পারবেন, তার কারণ হচ্ছে এই যে, আগে চীনারা মনে করতেন, যে কাজ পশ্চিমারা পারে তা আমরা পারবো না কিন্তু তাদের গান শুনলে মনে হবে চীনারাও পারে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা এস সঙ্গে আরেকটি গান শুনবো। তার নাম হচ্ছে " বিদায়"।

    প্রিয় বন্ধুরা, আজকের সুরের ভুবন অনুষ্ঠান এখানে শেষ হলো। আশা করি, আমাদের অনুষ্ঠান আপনাদের ভাল লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ।