চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কাং ৬ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে চীন পক্ষ অন্যান্য পক্ষের সঙ্গে সুনির্দিষ্ট সময় নির্ধারনের জন্য আলোচনা করছে।
ছিন কাং বলেছেন, অধিবেশন স্থগিত হওয়ার পর মতৈক্য বাড়ানো, মতভেদ কমানো এবং অধিবেশন পুনরায় শুরু হবার পর অগ্রগতি অর্জনের জন্যে সংশ্লিষ্ট পক্ষ বরাবরই যোগাযোগ অব্যাহত রাখছে।
একইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাককোরম্যাক বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসবে। তিনি আশা করেন, চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ে অগ্রগতি অর্জিত হবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এশিয়া ব্যুরোর পরিচালক কনস্টানটিন ভনুকোভ একইদিন বলেছেন, রাশিয়া যাবতীয় প্রস্তুতি নিয়েছে এবং যে কোন সময় ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসতে পারে।
|