পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল শওকত সুলতান ছয় সেপ্টেম্বর বলেছেন, পাকিস্তান আফগান সীমান্তে বিপুল সৈন্য মোতায়েন করেছে। তালিবানসহ অন্যান্য সশস্ত্র ব্যক্তিরা যাতে সীমান্ত অতিক্রম করে বিধ্বংসী তত্পরতা চালাতে না পারে সেজন্য এসব সৈন্য মোতায়েন করা হয়েছে।
সুলতান বলেছেন, পাকিস্তান বাহিনী এবার মোট নয় হাজার পাঁচ শো সৈন্য পাঠিয়েছে। তিনি বলেন, গত মাসে পাকিস্তান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা ইসলামাবাদে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকের পর এই অতিরিক্ত সৈন্য মোতায়েনের এ সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমানে, পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে ৮০হাজারের বেশী সৈন্য মোতায়েন করেছে।
|