ভারতের উত্তর প্রদেশের সরকার ৬ সেপ্টেম্বর স্বীকার করেছে যে, সম্প্রতি এই রাজ্যে কমপক্ষে ৫৯১ জন "জাপানী ইনসেফেলাইটিসে" আক্রান্ত হয়ে মারা গেছেন।
উত্তর প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিহতের মধ্যে ৮০শতাংশ শিশু। এ ছাড়া, হাজারেরও বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে "জাপানী ইনসেফেলাইটিস " এই রাজ্যের ৭০টি অঞ্চলের মধ্যে ২৫টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
|