উখোং তার শিষ্যদের অমৃত ফর এবং মদ খেতে দিলো । চমত্কার উত্সব হলো সেদিন পুষ্পফল পর্বতে ।
ওদিকে রাজমাতা ভোজসভার ঘরে সব লন্ডভন্ড দেখে আর্তনাদ করে উঠলেন। যশম রাজার কাছে নালিশ জানালেন তিনি । লাওজিও জানালেন , রাজার জন্য তৈরি অমর বটিকাগুলো উখোং খেয়ে ফেলেছে ।
যশম রাজা রেগে একলক্ষ সেন্য পাঠালেন উখোংকে বন্দি করতে । রাজা লি পুষ্পফল পর্বত অবরোধ করলেন । অসংখ্য তলোয়ার ছুঁড়ে দিলেন তলোয়ার রাজা । উখোং তার লোম ছিঁড়ে অসংখ্য ঢাল তৈরি করে তা প্রতিহত করলো । বীনার রাজা যাদুর বীনা বাজালেন । তা শুনে মাথা ঘুরতে লাগলো উখোং এবং তার শিষ্যদের । ছাতার রাজা জাদুর ছাতা মেলে ধরলেন এবং উখোং-সহ সব বানরকে টেনে আনলেন ছাতার নিচে ।উখোং একটা লোম ছিঁড়ে তুরপুন বানালো । তা দিয়ে ছাতা ফুটো করে বেরিয়ে এলো সবাই । উখোং যাদুবীনার কয়েকটা তার ছিঁড়ে ফেললো । এতে পালিয়ে গেলেন ছাতা এবং বীনার রাজা ।
এ রপর এলো ভয়াল নাগরাজা । লড়াই করতে করতে উখোং নাগের মাথার মনিটা খুলে নিলো । অমনি মরে গেলো নাগরাজা ।
এরপর দেবতা এর্লাং দৈব শিকারি কুকুর নিয়ে উখোং-কে তাড়া করলেন । শুরু হলো ভিষণ লড়াই ।
অন্যদিকে স্বর্গরাজ্যের সৈন্যরাও পুষ্পফল পর্বত আক্রমণ করলো । জলপ্রপাত ছুঁড়ে তাদের কাবু করলো বানরেরা । আবার পুষ্পফল আক্রমণ করলো স্বর্গ সেনারা । এবার তারা ব্যাপক অগ্নিবান ছুঁড়লো । পানিতে এবং পাহাড়ের ফাটলে গিয়ে লুকালো বানরেরা । উখোং তার শিষ্যদের সাহায্য করতে চাইলে এর্লাং বাধা দিলেন । উখোং চড় ই পাখি হলো । এর্লাং ঈগল হলেন । উখোং মাছ হলো । এর্লাং সারস হলেন । উখোং একটা আস্ত মন্দিরে পরিনত হলো । সেখানে গিয়ে এর্লাং যুদ্ধ শুরু করলেন ।
দেবতা লাওজি বুঝতে পারলেন এর্লাং উখোং-এর সঙ্গে পারবেন না । তিনি একটা বজ্রধাতুর বালা উখোং-এর মাথায় ছুঁড়ে মারলেন । অজ্ঞান হয়ে গেলো উখোং । তখন এর্লাং উখোংকে বন্দি করে ফেললেন । যশম রাজা উখোংকে হাতে পেয়ে তাকে হত্যা করার সব চেষ্টা করলেন । কিন্তু তাকে কাটা গেলো না , পোড়ানোও গেলোনা । বাধ্য হয়ে যশম রাজা লাওজির সাহায্য চাইলেন । লাওজি তাঁর চুল্লিতে বন্ধ করে উনপঞ্চাশ দিন পোড়ালেন উখোংকে । তাতেও কিছু হলো না । অমর বটিকা খাওয়া উখোং জিবিত থাকলো । পঞ্চাশতম দিনে চুল্লি খুলতেই লাওজির তাহে কামড় বসিয়ে উখোং পালিয়ে গেলো ।
যাবার সময় সে স্বর্গরাজ্যের সেনাপতিদের আচ্ছামতো শায়েস্তা করলো । অলৌকিক কুয়াশা প্রাসাদে ঢুকে তছনছ করে দিলো সব । তারপর অজর অমর উখোং মনের আনন্দে হাসতে হাসতে উড়ে গেলো পুষ্পফল পর্বতে । বানরের শক্তি এবং কৌশল দেখে সকলেই তাজ্জব । কেউ পারলো না তার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে । হেরে গেলো সবাই । বিফলে গেলো সব কৌশল ।
|