চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে বন্য প্রাণীর আক্রমণ থেকে সৃষ্ট ক্ষতি পূরণ বিষয়ক নিয়মবিধি প্রণয়ন করা হচ্ছে , যাতে বন্য প্রাণীর আক্রমণে বিনষ্ট সম্পত্তি আর গবাদি পশুর জন্য কৃষক আর পশুপালকদের ব্যাপক অসন্তোষ আর অভিযোগ প্রশমিত করা যায় । এর সংগে সংগে পরিবেশ সুরক্ষায় তাদের যোগদানের জন্য আগ্রহও সৃষ্টি করা যায় ।
তিব্বতের বন শিল্প ব্যুরোর পরিবেশ সংরক্ষণ বিভাগের প্রধান চুমায়াংচুং বলেছেন , স্থানীয় সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী , বন্য প্রাণীর আক্রমণজনিত ক্ষতি পূরণের তহবিল প্রতিষ্ঠা করা হবে । ভবিষ্যতে বন্য প্রাণীর আক্রমণে কৃষক আর পশুপালকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে , তাতে সরকারের তদন্তের মাধ্যমে ক্ষতি পূরণ পাওয়া যাবে ।
|