চীনের রাষ্ট্রীয় সংখ্যালঘুজাতি বিষয়ক কমিশনের ভাইস চেয়ারম্যান ইয়াং চিয়েন ছিয়াং ৬ তারিখ চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , চীন সরকার ব্যবস্থা নিযে অল্প লোকসংখ্যাবিশিষ্ট জাতিগুলোর ভাষা , লিপি আর ঐতিহ্যগত সংস্কৃতির সংরক্ষণ জোরদার করবে ।
তিনি বলেছেন , চীন সরকার অল্প লোকসংখ্যাবিশিষ্ট জাতিগুলোর অর্থনীতির উন্নয়ন সহায়তা করার সংগে সংগে তাদের ভাষা , লিপি আর ঐতিহ্যগত সংস্কৃতির সংরক্ষণের উপর গুরুত্ব দেয় । তিনি এই মত প্রকাশ করেছেন যে , ভবিষ্যতে চীন সরকার সংশ্লিষ্ট আইন ও আইনবিধি প্রণয়ন করবে , যাতে অল্প লোকসংখ্যাবিশিষ্ট জাতিগুলোর ভাষা , লিপি আর আচার ব্যবহার আরো সংরক্ষণ করা যায় ।
|