জাতি সংঘ মহাসচিব কফি আন্নান ৫ তারিখ মার্কিন সরকারের কাছে জাতি সংঘের প্রণীত সহস্রাব্দি উন্নয়নের লক্ষ্যের প্রতি সমর্থন দেয়ার আহবান জানিয়েছেন । অনুষ্ঠিতব্য জাতি সংঘ শীর্ষসম্মেলনের ফলাফলের খসড়া দলিল থেকে যুক্তরাষ্ট্র সহস্রাব্দি উন্নয়নের লক্ষ্য বাদ দেয়ার যে দাবি জানিয়েছে , তিনি তা পরিত্যাগ করার আহবানও জানিয়েছেন ।
আন্নান বি বি সিকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন , ফলাফলের খসড়া দলিলের কাছ থেকে সহস্রাব্দির উন্নয়ন লক্ষ্য বাদ দেয়া হলে চলে না । যুক্তরাষ্ট্র সহস্রাব্দির উন্নয়ন লক্ষ্যের বিষয়ে যে দৃষ্টিভংগী পোষণ করে , জাতি সংঘের বেশির ভাগ সদস্য দেশ তার বিরোধীতা করে ।
|