v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-06 19:50:51    
৬ সেপ্টেম্বর

cri
   ৬ সেপ্টেম্বর ১৯৯১ মরক্কো আর পশ্চিম সাহারা গণ ফ্রন্টের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ-বিরতি বাস্তবায়িত হয়

১৯৯১ সালের ৬ সেপ্টেম্বর জাতি সংঘের পশ্চিম সাহারা বিষয়ক পর্যবেক্ষণ দলের একজন দায়িত্বশীল ব্যক্তি পশ্চিম সাহারার রাজধানীতে ঘোষণা করেন যে, মরক্কো আর পশ্চিম সাহারা গণ ফ্রন্টের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ-বিরতি বাস্তবায়িত হয়। দু'পক্ষের মধ্যে ১৫ বছর স্থায়ী সশস্ত্র সংঘর্ষের অবশেষে অবসান ঘোষণা করা হয়।

   পশ্চিম সাহারা এক সময় স্পেনের উপনিবেশ ছিল। ১৯৭৩ সালের মে মাসে পশ্চিম সাহারা গণ ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। স্বাধীন পশ্চিম সাহলা বাস্তবায়নের জন্য বলপ্রয়োগের ঘোষণা করা হয়। ১৯৮৬ সালের অকটোবর মাসে জাতি সংঘের সাধারণ পরিষদে পশ্চিম সাহলা যুদ্ধ-বিরতি, গণ ভোটের আয়োজন এবং পশ্চিম সাহারার স্বশাসন সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। ১৯৮৯ সালের জানুয়ারী মাসে যুদ্ধের সঙ্গে জড়িত দু'পক্ষের মধ্যে প্রথম বার প্রত্যক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়।১৯৮৬    সালের জুন মাসে জাতি সংঘে পশ্চিম সাহলার শান্তি পরিকল্পনা কার্যররী গ্রুপ প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের জুলাই মাসে সরক্কো আর পশ্চিম সাহারার গণ ফ্রন্টের মধ্যে যুদ্ধ-বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় ।দু'পক্ষ রাজি হয় সে বছরের ৬ সেপ্টেম্বর থেকে যুদ্ধ-বিরতি আনুষ্ঠানিকভাবেকার্যকর হয়।

   ৬ সেপ্টেম্বর ১৯৮৬ ইস্তাম্বুলে আরবীরা ২১জন ইহুদীকে হত্যা করে

    ১৯৮৬ সালের ৬ সেপ্টেম্বর আগে কোনো হুঁশীয়ারী না দিয়ে দু'জন অস্ত্রধারী আরবী ইস্তাম্বুলে একটি ইহুদি গির্গায় জোরে ঢুকে গেল। তারা মশিগান আর হস্তবোমা ব্যবহার করে গির্গার ভিতরে প্রার্থনা-করা ২১জন ইহুদিকে হত্যা করে।

    ৬ সেপ্টেম্বর মিসর আর ইস্রাইলের মধ্যে ' ডেভি শিবির চুক্তি' স্বাক্ষরিত হয়

    মিসর, ইস্রাইল, মার্কিন যুক্তরাষ্ট্র এ তিন পক্ষের মধ্য-প্রাচ্য সমস্যা সংক্রান্ত শীর্ষ সম্মেলন ১৯৭৮ সালের ৬ সেপ্টেম্বর বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভি শিবিরে অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট জিনমি কাটারের আমন্ত্রণে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট জিনমি কাটার, মিসরের প্রেসিডেন্ট সাডাট এবং ইস্রাইলের প্রধান মন্ত্রী বেনিন এই শীর্ষ সম্মেলনে অংশ নেন।

    ৮ সেপ্টেম্বর ১৯৬৬ দক্ষিণ আফ্রিকার প্রধান মন্ত্রী গুপ্ত ঘাতকের হাতে প্রাণ হারান

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার প্রধান মন্ত্রী ভিয়েহুওয়া এক জন শ্বেতাংগ চরমপন্থীর গুলিতে প্রাণ হারান।

    ৬ সেপ্টেম্বর ১৯৪৪ জার্মানীর ভি-২ রকেট লন্ডনে আঘাত হানা

    ১৯৪৪ সালের ৬ সেপ্টেম্বর জামার্নীর ভি-২ রকেট লন্ডনে আঘাত হানায়। ভি-২ হল দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলাকালে জার্মানীর তৈরী ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র। ১৯৩৬ সালে এই ক্ষেপনাস্ত্রের নির্মান কাজ শুরু হয় , ১৯৪৪ সালে প্রথম বার প্যারিসে উপক্ষেপন করা হয়। দু'দিন পর লন্ডনে আঘাত হানানো হয়।

    ৬ সেপ্টেম্বর ২০০০ জাতি সংঘের সহস্রাব্দী শীর্ষ সম্মেলন শুরু

     ২০০০ সালের সেপ্টেম্বর বিশ্বের দৃষ্টি আকর্ষণ-করা জাতি সংঘের সহস্রাব্দী শীর্ষ সম্মেলন জাতি সংঘের সাধারণ সনদে অনুষ্ঠিতি হয়। বিশ্বের ১৫০টিরও বেশী দেশের রাষ্ট্রীয় প্রধান আর সরকারের প্রধানরা এই শীর্ষ সম্মেলনে যোদ দেন। চীনের তত্কালীণ প্রেসিডেন্ট চিয়াং ছে মিন এই শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণও দেন।

    ৬ সেপ্টেম্বর ২০০০ চীনে শিশুর অধিকার সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    ২০০০ সালের ৬ সেপ্টেম্বর জাতি সংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি হুওয়াং ইন ফেন চীন সরকারের পক্ষ থেকে ' শিশুর অধিকার সংরক্ষণ সংক্রান্ত চুক্তি' স্বাক্ষর করেন।

   ৬ সেপ্টেম্বর ১৯৯৭ আথ্যেন্স ২০০৪ সালের অলিশ্পিক গেমস আয়োজনের স্বাগতিক শহর নির্বাচিত হয়

১৯৯৭ সালের ৬ সেপ্টেম্বর ভোর বেলায় সুইসল্যান্ডের লসানে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১০৬তম অধিবেশনে অথ্যেন্স ২০০৪ সালের অলিম্পিক গেমস আয়োজনের স্বাগতিক দেশ নির্বাচিত হয়।